আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন ।
ভাল যদি নাও থাকেন এখন থেকে ভাল থাকবেন, কারন আজ থেকে শুরু হচ্ছে “ফ্রী অ্যাপ্স স্টোর” চেইন টিউনের শুরু। এখন থেকে নিয়মিত আসব আপনাদের ভাল রাখার জন্য। আসাকরি টিউমেন্ট করে সাথেই থাকবেন।
[আমি টিটির নিতিমালা ভঙ্গ করে ফেলেছিলাম তাই টিটি আমার চেইনটি ডিলেট করেছিল। যেহেতু চেইন টিউন তাই নিতিমালা মেনে আবার প্রথম থেকে টিউন শুরু করলাম আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভূলেও নিতিমালার বাহিরে না যাই। আমার মত কেও নিতিমালা না মেনে টিউন করবেন না প্লীস। টেকটিউনস মান ধারা ও নীতিমালা সবার জন্য সমান।]
যাই হোক আসল কথায় আসি,
আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অবসর সময় ভালভাবে কাটানোর মত একটা গেম Hill Climb Racing তাও আবার মোড আনলিমিটেড কয়েন।
অনেকেই আছেন অবসর সময় কাটানোর সোযোগ পান না। তাদের জন্য গেমটি খুবি ভাল।
[এডমিন ভাই আপনি যে ভূলের কথা বলেছিলেন আমি তা সংশোধন করে টিউন শুরু করেছি। যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়ে থাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েন। দয়া করে আইডিটি স্থগিত কইরেন না।]
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
ভাই এপটা তো সবার ই আছে কিন্তু কয়েন কিভাবে বাড়াবো তার উপায় পারলে দেন ?