সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
আমরা যখন মোবাইলে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে ব্যবহার করি তখন ফেসবুক
সয়ংক্রিয় ভাবে মোবাইল সাইটে কনভার্ট হয়ে যায়। আমরা চাইলেই মোবাইলে ডেস্কটপ
এর মতো ফেসবুক পেজ দেখতে পাইনা।
আবার অনেকেই এখন ফেসবুক
জিরো বা ফ্রি ফেসবুকের পাগল (আমি নিজেও একজন) কিন্তু
ওপেরা ছাড়া বাকি ব্রাউজার গুলো জিরো ফেসবুকের ফিচারটি দেয় কিনা সন্দেহ
আছে। যাহোক, এখন যদি এমন একটা অ্যাপস থাকতো যার সাহায্যে আমরা ফেসবুক
ব্রাউজিংয়ের তিনটি পদ্ধতিতেই আমাদের মোবাইলে ফেসবুক ব্রাউজ
করতে পারবো তাহলে কেমন হতো?
আপনাদের কথা ভেবেই আজ আমি নিয়ে আসলাম ফেসবুক ব্রাউজিংয়ের ম্যাজিকেল অ্যাপস। যার সাহায্যে অনায়াসেই
আপনি মোবাইলে পাবেন ডেস্কটপের স্বাদ।
তবে আর দেরী কেন চলুন জেনে নেই কী আছে:-
Versions of Facebook: 3 in 1
এক নজরে জেনে নিন এক আছে এতে।
নিচ থেকে App টি নামিয়ে নিন।
★.ডেস্কটপ ভার্সন ফেসবুক। হুবহু ডেস্কটপ ভার্সনটি কোন প্রকার পরিবর্তন ছাড়ায় ব্যবহার করতে পারবেন।
★.মোবাইল ভার্সন। মোবাইলই যদি ব্যবহার করেন তাহলে মোবাইল ভার্সন কী দরকার? তারপরও এখানে মোবাইল ভার্সনটি ব্যবহার
করতে পারবেন।
★. যদি আপনার ফোনে কোন ব্যালান্স না থাকে তাহলে আপনার রয়েছে ফ্রি ভার্সন। কোন প্রকার চার্জ ছাড়ায় আপনি এই
অ্যাপস এর মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
আমার সাইট http://trickmela.com & Trickmela.net সময় হলে একবার ঘুরে আসবেন।
Thank You
আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gd