আপডেটেডঃ (ROOT) Hack করুন জনপ্রিয় গেম CLASH OF CLANS (Guarantee এটা আর কোথাও পাবেন না)

সুপ্রিয় টিউনার, টিউমেন্টর, টিউডার (টেকটিউনস ভিজিটর) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) টেকটিউনসের সকল শুভাকাঙ্ক্ষীগন, সবাইকে সালাম ও শুভেচ্ছা।

এটা আমার ২য় টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন আশা করি।

আমরা প্রায় সকলেই কমবেশী Smartphone ব্যবহার করি। এদের মধ্যে অধিকাংশই আমরা গেম খেলতে পছন্দ করি। Android গেমিং জগতে তোলপাড় করা যে গেমটির কথা না বললেই নয় সেটি হল CLASH OF CLANS বা সংক্ষেপে COC

গেমটি সম্পর্কে বলার কিছু নাই। প্রচন্ড আসক্তি সৄষ্টিকারি গেম। যাইহোক কাজের কথাই আসি। অনেকেই এটিকে Hack করার চেষ্টা করেছেন। কিন্তু অনলাইন গেম হবার কারনে এখনও কেউ সফল হয়নি। বেশি চেষ্টা করলে ব্যান খাবেন। নেটে যেসব Hacking Process দেয়া থাকে সব ভুয়া। গেমটি Hack করার একমাত্র উপায় Private Server ব্যবহার করা। তাহলে সব (Gold, Elixir, Dark Elixir, Gems) Unlimited পাবেন। কিন্তু Private Server দিয়ে Modify করা COC আপনি কোথাই পাবেন। নেটে যেসব Modded Version থাকে সব ভুয়া। থাকলেও Offline Version.

অনেক্ষন প্যাচাল পাড়লাম। এই লিংক থেকে COC Private Switcher টা Download করুন। ফোন রুট থাকা লাগবে। ইন্সটল করে ওপেন করুন। Google Account দিয়ে Log In করুন। এবার দেখুন অনেকগুলো Private Server এর লিস্ট দেখাবে। যেটা খুশী সিলেক্ট করুন। Yes চাপুন। এবার CLASH OF CLANS গেমটির ডাটা Clear হয়ে Private Server Inject হবে। Private Server এর Data Download হবে। এবার দেখুন Private Server এর কারিশমা। সব Unlimited। Multiplayer ও খেলতে পারবেন।

ভয় পাবেন না। আপনার আগের COC Account ঠিকই থাকবে। আগের অবস্থায় যাবার জন্য COC Private Switcher ওপেন করে COC Official Server সিলেক্ট করুন। দেখুন সব আগের মত আছে।

সময়ের অভাবে Screenshot দিতে পারলাম না। ইনশাল্লাহ পরে দিয়ে দেব।

আগেই বলে রাখি Private Server এ খেলে Original এর মজাটা পাবেন না।

আশা করি টিউনটি ভাল লেগেছে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি নাজমুস সাকিব পিয়াস। CEO, TechTube Insider, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Md. Nazmus Saqib Piash is a content creator who creates professional video content at YouTube and the founder and CEO of TechTube Insider. He believes that there’s just that one thing you have to focus all your attention on — maybe it’s writing enough on your personal blog to tickle that SEO...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

koi bhai thik hoy nato.ar unlimited cash o to nai

ভাল করে করুন হবে।

ধন্যবাদ শেয়ার করার জন্য
এটা কাজ করছে..
Boom beach এর জন্য কি এই রকম কোন app পাওয়া যাবে?????

সুন্দর পোস্ট………

One Problem : Ami Private Server-e khelle ki clan join korte parbo na , othoba clan create korte parbo naa ? Abar dekhi FB diyeo search kora jai na 🙁 . Please HELP BRO . Thanks in Advance !

লিংক আপডেটেড।

via ami apnar tips ta dekhe kor chulam kintu kono kaj hoi nai .. are oi kaj ta korar por amar mobile clash of clans games ta ekhon ar chole na..khali downloading contene eilakha jai abr ase kinthu games ta chalu hoi na ..plze vai ekhon ami ki kor bo plze bolen

অন্য কোনো server দিয়ে try করুন। অথবা আগের অবস্থায় ফিরে যেতে মেনু বাটন ( হোম বাটনের বামেরটা ) চেপে official server এ ক্লিক করুন।

যাদের আগের অবস্থায় ফিরে যেতে সমস্যা হচ্ছে তাদের করণীয়:::
আপনার ফোন Rooted হলে root explorer দিয়ে root/system/etc এই লোকেশনে যান। এবার Mount R/W চাপুন। এবার host ফাইল টি চেপে ধরে থাকুন এবং open in text editor সিলেক্ট করুন। এবার 127.0.0.1 localhost লাইনটা রেখে অন্য সব কিছু মুছে দিন। এবার সেভ করুন। তারপর mount R/O চাপুন। এবার বের হয়ে এসে clash of clan এর সব ডাটা clean করে uninstall করে নতুন করে ইনস্টল করুন। ইনশাল্লাহ্ কাজ হবে।

পিয়াস ভাই……আমার symphony w130 ফোন…রুট করা………আমি কি হ্যাক বা আনলিমিটেড জেমস পাবো……???
প্লিজ সিওর হয়ে একটু জানাবেন……।

offilne a khela jabe ?

না ভাই @তানজামিন খান