Remote Mouse সেটিং করার নিয়ম, যারা জানেন না, তাদের জন্য।

হে ঠিকই শুনেছেন, আজকে Computer / Laptop এর জন্য remote mouse ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা যারা Computer / Laptop use করি, তারা প্রায় সময়েই Computer / Laptop এ গান, সিনেমা ইত্যাদি দেখে থাকি। কিন্তু সিনেমা বা গান শুনার সময়ে আমরা computer এর কিছুটা দূরে থাকি, শুয়ে থাকি বা অন্য কিছু করতে ব্যাস্ত থাকি। ঠিক তখনি Computer / Laptop এর গান, সিনেমা বা অন্যান কিছু পরিবর্তন, বা নিয়ন্ত্রন করতে চাই, তখনি আমাদের মনে হয়, Computer / Laptop এ একটা Remote থাকলে ভালো হতো।

আমাদের দেশের মার্কেটে Computer / Laptop এর Remote পাওয়া যায়। কিন্তু তা হারিকেন দিয়ে খোঁজা লাগে। দাম ও বেশি।

তাই আপনার জামেলাকে কমাতে আমরা এই পোস্ট টি করেছি, দেখতে পারেন, আপনার কাজে লাগতে পারে।

আপনার যদি Computer / Laptop এর পাশা-পাশি একটি Android Mobile থাকে, তবে আপনিও পারবেন, আপনার Computer / Laptop কে রিমোট মাউস দিয়ে নিয়ন্ত্রন করতে।

-> যাদের Computer আছে, কিন্তু তাতে WiFi নাই, তারা বাজার থেকে সস্তায় একটি USB WiFi কিনে নিতে পারেন,

-> আর যারা Laptop use করেন তাদের WiFi কেনার দরকার নেই, Laptop এ WiFi থাকেই।

তো কথা না বলে শুরু করা যাক। প্রথমেই নিচের লিঙ্ক থেকে এই ছোট দুটি ফাইল নামিয়ে নিন।

PC এর জন্য যেটি (.exe) সেটি PC তে সেট আপ দিন। আর মোবাইলের জন্য যেটি (.apk), সেটি মোবাইলে সেট আপ দিন।

Computer / Laptop এ সেট আপ দেয়া Apps টি ওপেন করেন। এই রকম দেখা যাবে, আপনার Computer / Laptop এর IP address & Name টি শো করবে। আমার Computer / Laptop এর IP & Computer Name দেখা যাচ্ছে, Mahadi 192.168.23.50

এই বার আপনার মোবাইল থেকে WiFi open করেন, এর পরে Apps টি ওপেন করেন, OK, next করে এই পেজ এ আসেন, দেখেন আপনার Computer / Laptop এর IP address, Name শো করছে। আপনার Computer / Laptop এর নাম এ ক্লিক করুন-

এখানে আপনার হাতের আঙ্গুল দিয়ে টাচ করে দেখুন, আপনার Computer / Laptop এর মাউস আইকন টি নরাচরা (Move) করছে। এক খানে ক্লিক করতেছেন, তা হচ্ছে আপনার মাউসের Left Button,
এক খানে আপনার হাতের দুই আঙ্গুল এ ক্লিক করতেছেন, তা হচ্ছে আপনার মাউসের Right Button,
এই খানে দেখেন, এই ভাবে দুই আঙ্গুলে দরে মাউসের স্ক্রল এর কাজ করা যায়। পেজটি আগে পিছে করতে পারবেন।
দুই আঙ্গুল দিয়ে আপনি জুম করতে পারবেন।
এক আঙ্গুল দিয়ে আপনি স্থানান্তর (move) করতে পারবেন।
আপনার কীবোর্ড দেখার জন্য।
আপনার Start Bar ... এখান থেকে Task Bar এ জেতে পারেন।
আর কিছু বলার দরকার নাই, মনে হয়। এর পরের গুলো আপনিই পারবেন, আশাকরি। তো ব্যবহার করুন, মনের আনন্দে।
বুজানোর জন্য অনেক কিছুই লিখেছি, তবুও যদি কারো বুঝতে সমস্যা হয়, তবে জানাবেন, সাহায্য করতে চ্যস্টা করব ইনশাল্লাহ।
পূর্বে পোস্ট মাসুম টিপস
ফেসবুক এ Android টিপ্স

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটার জন্য কি নেট থাকা আবশ্যক ?

net thaka lagbe ki vai.

vi link gula akber dakhen ami apps ta pache na sob to exe asche , link thik kore den r kon andriod version support korte ta bole den, amer andriod phone 2.3.6

vi ami to piche na plz amke mediafire er link den to comment a apps ta lagbe pc soft ta dload korche

vai mobile er apk er link vul asee

সরাসরি এই থেকে Download করতে পারেন http://masumtips.blogspot.com/2015/04/remote-mouse.html