আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্ তা’আলার অশেষ রহমতে সবাই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি ।
বেশকিছু দিন ধরে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নিয়ে লিখছি । আগামীকাল থেকে স্ট্যাটিক ওয়েব ডিজাইন এর প্রথম পর্ব লিখবো- ইনশাল্লাহ্ । আমি আজ একটু অন্য রকম টপিক নিয়ে আলোচনা করবো । আজকের টপিকটি মূলত স্বাস্থ্য ও রূপচর্চা সম্পর্কিত ৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপস । আমরা প্রতিনিয়ত নানা রকম রোগে আক্রান্ত হয়ে থাকি । কখনো কখনো সামান্য অজ্ঞতার কারণে সহজেই রোগে আক্রান্ত হয়ে পরি । কিন্ত, আমরা সকলেই চাই সুস্থ দেহ এবং সুস্থ মন । কেননা, শরীর সুস্থ না থাকলে লেখাপড়া, কাজকর্ম কোনোকিছুই ভাল লাগে না । কোন কাজে আনন্দ পাওয়া যায় । কেবল শারীরিকভাবে সুস্থ থাকলেই কাউকে সুস্থ বলা যাবে একইসাথে মানসিক সুস্থতার প্রয়োজন । সুতরাং, শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ থাকলেই কেবল আমরা আমাদের নিজেদের সুস্থ বলতে পারি । আর শরীর ও মন সুস্থ থাকলে সকল কাজে আনন্দ পাওয়া যায় । তাই, সুখে-স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য নিজেকে সুস্থ রাখতে হবে । যাইহোক, স্বাস্থ্য সম্পর্কে সামান্য কিছু কথা বলে ফেললাম । এবার মূল আলচনায় আসি । আমার আজকের আলোচনার বিষয় অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে । আজ আমি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ডিভাইসের কিছু অ্যাপস শেয়ার করবো । চলুন প্রথমে একনজরে দেখে আসি আজ আপনাদের জন্য কি কি অ্যাপস থাকছে;
এবার আমরা উপরে উল্লেখিত স্বাস্থ্য ও রূপচর্চা সম্পর্কিত ৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপস এর বিস্তারিতসহ জানবো;
মানব দেহে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অপরিহার্য । কিন্তু, আমাদের বেশীরভাগ স্বাস্থ্য সম্পর্কে উদাসীন । আমরা স্বাস্থ্য বলতে কেবল শারীরিক সুস্থতায় বুঝি, কিন্তু শরীরের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । তাই, আমাদের মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা অপরিহার্য । ‘স্বাস্থ্য কথা’ অ্যাপসটি তে শারীরিক সুস্থতা এর পাশাপাশি মানসিক সুস্থতা সম্পর্কে আলোচনা করা হয়েছে । এছাড়া, অ্যাপসটিতে স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরনের তথ্য রয়েছে ।
অ্যাপস এর নামঃ স্বাস্থ্য কথা
ভার্সনঃ 1.1
ডাউনলোড সাইজঃ ২.২ মেগাবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে
আমরা আমাদের জীবনে প্রায়ই নানা রকম দুর্ঘটনার শিকার হয়ে থাকি । দুর্ঘটনা আকস্মিকভাবে ঘটে । তখন, আশেপাশে সাধারণত ডাক্তার থাকে না । তখন কারও দুর্ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে তাঁর চিকিৎসা করার প্রয়োজন হয় । তাই, আমাদের প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানা অত্যন্ত জরুরী । কিন্তু, দুর্ভাগ্যবশত অনেকে হয়ত প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তেমন কিছু জানেন না । ‘প্রাথমিক চিকিৎসা’ অ্যাপস এর মাধ্যমে আপনি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে পারেন । এ অ্যাপস এ প্রাথমিক চিকিৎসা এর প্রয়োজনীয় উপকরণ এবং বিভিন্ন দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে ।
অ্যাপস এর নামঃ প্রাথমিক চিকিৎসা
ভার্সনঃ 1.o
ডাউনলোড সাইজঃ ২.৭ মেগাবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে
দুর্ঘটনায় কারও অত্যধিক রক্তক্ষরণ হলে দেহে রক্তের পরিমান আশঙ্কাজনকভাবে কমে যায় । জরুরী ভিত্তিতে এই রক্তশূন্যতা দূর করার জন্য রোগীর দেহে অন্য ব্যক্তির রক্ত দিতে হয় । রক্ত দেওয়ার আগে আমাদের ব্লাড গ্রুপ জানা থাকা দরকার । একই সাথে বিভিন্ন ব্লাড গ্রুপ সম্পর্কে জানা থাকা প্রয়োজন । কেননা, একজন ব্যক্তির রক্ত অন্য ব্যক্তি গ্রহণ করতে পারবেন কি না, এটা সাধারণত ব্লাড গ্রুপের উপর নির্ভর করে । আমরা দেখি যে আমাদের অনেকেই এ বিষয়ে কিছুটা অজ্ঞ । কিন্তু, এ সম্পর্কে আমাদের সকলের জ্ঞান রাখা জরুরী । ‘রক্তের গ্রুপ’ অ্যাপস এ রক্তের গ্রুপ, রক্তের উপাদান, রক্তের কাজ এবং রক্ত সম্পর্কিত নানা তথ্য দেওয়া হয়েছে ।
অ্যাপস এর নামঃ রক্তের গ্রুপ
ভার্সনঃ 1.0
ডাউনলোড সাইজঃ ৬.৭ মেগাবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে
আপনারা অ্যাপস এর নাম শুনেই হয়ত বুঝতে পারছেন যে অ্যাপসটি কেন ব্যবহার করবেন । ছেলে-মেয়ে উভয়ের ত্বকের যত্নের প্রয়োজনীয়তা অপরিহার্য । কিন্তু, আমাদের বেশীরভাগ স্বাস্থ্য সম্পর্কে উদাসীন । ‘ত্বকের যত্ন-Skin Care’ অ্যাপস এ ত্বকের যত্ন সম্পর্কিত নানা রকম তথ্য দেওয়া হয়েছে । একইসাথে কিভাবে ত্বকের যত্ন নিবেন সে পদ্ধতিও এ অ্যাপস এ বর্ণনা করা হয়েছে ।
অ্যাপস এর নামঃ ত্বকের যত্ন টিপস-Skin Care
ভার্সনঃ 1.o
ডাউনলোড সাইজঃ ১.২ মেগাবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে
ছেলে-মেয়ে উভয়ের রূপচর্চা করার প্রয়োজনীয়তা অপরিসীম । কিন্তু কতজন এ সম্পর্কে ভাল করে জানি? আর আমাদের অনেকেই মনে করেন রুপচর্চা শুধু মেয়েদের জন্যই, এ ধারনাটি ভুল । সত্যি বলতে ছেলে মেয়ে উভয়ের রুপ চর্চা করার প্রয়োজন রয়েছে । ‘Rupchorcha’ অ্যাপস এ ছেলে-মেয়ে উভয়ের রূপচর্চা সম্পর্কে বাংলায় টিপস দেওয়া হয়েছে । সুতরাং, অ্যাপসটি ছেলে-মেয়ে উভয়ের জন্যই প্রয়োজন রয়েছে ।
অ্যাপস এর নামঃ Rupchorcha
ভার্সনঃ 1.o
ডাউনলোড সাইজঃ ২.৮ মেগাবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে
আজ আর নয় । আশা করি অ্যাপস সমূহ আপনাদের কাজে লাগবে । যদি স্বাস্থ্য ও রূপচর্চা সম্পর্কিত ৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনাদের কাজে লাগে তাহলে দয়া করে পোস্টটি শেয়ার করবেন । এতে হয়ত আপনার অন্যান্য বন্ধুদের কাজে লাগতে পারে । অ্যাপস সমূহ কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ।
আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন ।
ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার আজকের টিউনটি পড়ার জন্য । ভাল থাকেবন সবাই, আমার জন্য দোয়া করবেন । আল্লাহ্ হাফেজ ।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice