এখন আপনি আপনার Android অ্যাপ্সকে System বানাবেনিয়ে ফেলুন খুব সহজে (part১)

আমাদের অনেক সময় অনেক অ্যাপ্সকে সিষ্টেম অ্যাপ করার প্রয়োজন হয়, কিন্তু সঠিক নিয়ম না জানার কারনে অনেকেই এটা করতে পারেন না। বলে রাখা ভালো, এটা অনেক পুরোনো একটা টিউটোরিয়াল, তাই অনেকেরই জানা। তবে যারা জানেন না, তাদের জন্যই এই পোষ্ট।

যা যা লাগবেঃ

● Rooted Android

● Root Explore

Root Explorer:

▥▥▥▥▥▥▥▥▥▥▥▥
কাজের পদ্ধতিঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥▥

➥ ধাপঃ-(১): প্রথমেই উপরের লিংক থেকে Root Explorer Download করে Install করে নিন।

➥ ধাপঃ-(২): Root Explorer চালু করে Mount as R/W তে ক্লিক করুন। Root Permission চাইলে Grant এ ক্লিক করুন।

➥ ধাপঃ-(৩): এরপর যে অ্যাপটাকে System অ্যাপ বানাতে চান সেটাকে Rename করে এক শব্দের করে নিন।
**উদাহরনস্বরুপঃ
আপনি যদি Opera Mini কে System অ্যাপ বানাতে চান তাহলে Opera Mini.apk কে Rename করে OperaMini.apk করুন।

➥ ধাপঃ-(৪): তারপর Apk ফাইলটি Root Explorer দিয়ে Copy করে root/system/app ফোল্ডরের ভিতরে রাখুন।

➥ ধাপঃ-(৫): এবার আপনার কপি করা Apk ফাইলটির উপরে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। একটা Menu আসবে, সেখান থেকে Permissions এ ক্লিক করুন।

➥ ধাপঃ-(৬): Permission এ ক্লিক করলে যে Menu আসবে সেখান থেকে Read এর নিচের সবগুলোতে টিক দেয়া আছে কিনা দেখুন। না থাকলে টিক দিয়ে দিন। এবং Write এর নিচের প্রথম বক্স (Owner) এ টিক দেয়া আছে কিনা দেখুন, না থাকলে টিক দিয়ে দিন। এছাড়া অন্যগুলোতে টিক উঠিয়ে দিয়ে (যদি দেয়া থাকে) OK তে ক্লিক করুন।

**উদাহরনস্বরুপঃ
Permission সেট করবেন এভাবেঃ
[✔] [✔] [ 0 ]
[✔] [ 0 ] [ 0 ]
[✔] [ 0 ] [ 0 ]

➥ ধাপঃ-(৭): কাজ শেষ, এবার ফোনটিকে Reboot করুন। রিবুট শেষে দেখেবন অ্যাপটি সিষ্টেম অ্যাপ হয়ে গিয়েছে।

আমার ছোট একটা সাইট আছে সময় পেলে দেখে আসবেন।

Level 1

আমি সাইফুল ইসলাম শান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে।।
প্রিয়তে রাখলাম।।