Whats App এর মেয়াদ বাড়িয়ে নিন। সারাজীবনের জন্য। (সুপার টিউন)

What's app বর্তমানে সবাই চালাই। তাই এটি সবার কাছে জনপ্রিয়। কিন্তু এটি মাত্র  ১ বছরের জন্য ফ্রী। ১ বছর পর আপনার ৭০ টাকা বা 1$ কেটে নিবে। এভাবে প্রতি বছরে আপনার ৭০ টাকা করে কাটবে What's app. টাকা দেয়াও বিশাল ঝামেলা। ক্রেডিট কার্ড ও সবার নেই। তাই আজ দেখাবো কি কুরে তাদের ফাকি দিয়ে ফুল ফ্রি Whats app চালানো যায়।  এখন থেকে  ফ্রীতে What's app চালান আজীবন।

 

কিভাবে কি করবেন? নিচে দেখুন।

প্রথমে Whats App ওপেন করুন।

এবার Whats App Settings এ যান।

এবার আপনি আপনার Whats App নাম্বারটি পরিবর্তন করে ফেলুন। এমন নাম্বারে দিন যেটায় আগে কখনো Whats App ব্যবহার করেননি।

পরিবর্তন করতে প্রথমে আপনার বর্তমান নাম্বার দিন, এবং পরে নতুন নাম্বার দিন।  (নতুন সিমটি যেন তখন মোবাইলে ভরা থাকে)

এবার অপেক্ষা করুন, কিছু সময়ের মাঝেই আপনার একাউন্ট ভ্যলিডেট হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন ১ বছরের মেয়াদ সহ নতুন নাম্বার।

 

এবার চলে যাই আসল ট্রিক্সে।

উপরের কাজ করার পর এবার আবার নাম্বার পরিবর্তন করি, Old নাম্বার এ একটু আগে করা নাম্বার টি দেই, আর New নাম্বারে সেই পুরনো নাম্বারটি দেই, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে।
এবার বের হয়ে যাই, আর ফোন রিস্টার্ট দিয়ে Whats App এ ঢুকুন। দেখুন আপনার Whats App এর মেয়াদ ১ বছর বেড়ে গেছে।

বেরেছে কিনা যানার জন্য
*.Go to Setting> Payment Info.
এইত আজ এই পর্যন্তই, সাথে থাকুন, কাছে থাকুন।  সমস্যা হলে টিউমেন্ট করুন।

প্লিজ দয়া করে সবাই শেয়ার করুন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। যাতে সামনে আরো ভালো টিউন করতে পারি। আমার একটি সাইট আছে, সময় হলে আমার TECTUKTAK সাইটটি থেকে  ঘুরে আসবেন।

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apnake tnx…… amar kaj hoice. 🙂

Level 2

Whatsapp এ টাকা কাটে আগে জানতাম ই না। 🙁 ফাউল সার্ভিস। যাই হোক কয়বার এইভাবে করবো? প্রতি বছর তো ১ টা করে সিম কেনা লাগবে… 😀

    @FA Shopnil: ফাউল সার্ভিস? Whats App অন্যদের মত এড দেয় না, তার বিনিময়ে বছরে মাত্র ৭০ টাকা নিবে, এর পরেও ফাউল বলেন? আসলেই আপনাদের শুকরিয়া নেই।
    প্রতি বছর এভাবে বারাতে পারবেন। মাত্র দুইটা সিম থাকলেই তো হলো।

ট্রাই মেরে দেখব।

Mane ki amar notun-puran sim diye ae kaaj korar por porer bosor abar ae duita sim diyei renew hobe?Naki notun sim lagbe…

ভাই কাজ হইছে, কিন্তু আপনি বললেন সারা জিবনের মেয়াদ কিন্তু এটাত ১ বছর মেয়াদ । তারপরেও আপনাকে ধন্নবাদ

Level 0

ভাই, Laptop or Desktop এ ব্যবহার করার কোন System জানা থাকলে বলেন।

    @মম: Web.whatsapp.com এ যান, তার পর আপনার মোবাইলের Whats App ওপেন করে অপশন থেকে Whats APP Web Select করুন, তার পর আপনার মোবাইল QR Code Scaner চালু হবে, ওটা দিয়ে আপনার পিসি দিয়ে যাওয়া Web.whatsapp.com এর QR Code টি স্কান করলেই পিসি তে নেট যত টাইম চালু তত টাইম ব্যবহার করতে পারবেন।

Notun sim jodi na thake tobe voxcox app install kore fack number ber korun

Level 0

ধন্যবাদ…..

Level 2

যারা কেউ সিম কিনতে চান না তারা, যাদের Whats app নাই তাদের থেকে ধান নিন।

Level 2

যারা কেউ সিম কিনতে চান না তারা, যাদের Whats app নাই তাদের থেকে ধার নিন।

thanks………………………….