এখন Whats App+ এ ব্যবহার করুন Built In Calling Feature & Web System With Antiban!!!

Hello Everyone.

অনেকদিন পর আবার একটি সুপার টিউন নিয়ে আসলাম। আসা করি খুব উপকার হবে। আর সব থেকে বড় কথা এটায় কারো কল দিয়ে এনাবেল করতে হবে না, যার নরমাল Whats App Latest বা Plus এর এই ভার্শন টি আছে তাদের ডাইরেক্ট কল দিতে পারবেন। এবং প্লাস ব্যবহার এর কারনে আর ২৪ ঘন্টার জন্য ব্যন খেতে হবে না কারন এটা Anti-Ban Whats App!!!

আমরা Whats App + ব্যবহার কারিরা Whats App এর নতুন ফিচার Call & Web সিস্টেমটি ব্যবহার করতে পারছিলাম না। তাছাড়া Whats App+ ব্যবহার করার হিউজ কারন আছে, এতে আছে নতুন ইন্টারফেস, আনলিমিটেড সাইজ এর ফাইল পাঠানোর সুবিধা সহ নতুন সব অসাধারন ইমো। নিচে কিছু ইমো দেখে নিন।

তো যাই হোক যাদের আগে থেকে Plus আছে তাদের চিন্তা নেই, কিন্তু যাদের নেই তারা এই টিউন টি দেখে নিন কি করে Whats App ইন্সটল করতে হয়। (ঐ টিউনের Whats App+ টি পুরোনো, কলিং দিচার এর জন্য এই টিউনের টি ব্যবহার করবেন।)

১. প্রথমে এখান থেকে latest Whats App+ With Calling Features & Anti-ban ডাউনলোড করে নেই।

২. এর পর যাদের আগে থেকে প্লাস আছে তারা মেসেজ ব্যকাপ নিয়ে নিন। নেয়ার জন্য Settings> Chat Settings> Backup Message এ ক্লিক করুন।

৩. এবার পুরোনো টি Uninstall করে দিন।

৪. এবার নতুনটি ইন্সটল করে নিন।

৫. করার পরে স্বাভাবিক নিয়মে Registration করি। এখানে মাথায় রাখতে হবে যে আগে যেই নাম্বার এ Whats App ছিল সেটিই ব্যবহার করতে হবে।

৬. এবার মাস্ট মেসেজ ব্যকাপ দিবেন। তাহলে আগের ম্যসেজ গুলো ফিরে পাবেন।

এবার দেখুন এরকম হয়ে গেছে

বাম পাশে কল, মাঝে চ্যট, আর ডান পাশে আপনার ফ্রেন্ড লিস্ট।

কল করলে নিচের মত আসবে।

উপরে হলুদ করে দেয়া অংশে চাপ দিয়ে যে কোনো ফ্রেন্ডকে কল দিতে পারবেন।

এইত আজ এই পর্যন্তই, সাথে থাকুন, কাছে থাকুন।  সমস্যা হলে টিউমেন্ট করুন।

প্লিজ দয়া করে সবাই শেয়ার করুন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। যাতে সামনে আরো ভালো টিউন করতে পারি। আমার একটি সাইট আছে, সময় হলে আমার TECTUKTAK সাইটটি থেকে  ঘুরে আসবেন।

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Eita te ki mb charai gp te call kore kotha bola jaabe?

Eita what’s app reborn..Whats app plus,main developer ra chose kore d ce..Now,modify kore thik kara ber kore bolte parte c na..Tobe apnar tar style lolypop er moton..Eita reborn..or,Moded whatsapp plus

Accha bhai arekta bepar,Ami ki Whatsapp original ar whatsapp reborn ekshathe use korte parbo?

যে কনো একটা, রিবর্ন যে এটা আমি জানি সেটা, আর এটা Whats App + Reborn

এবং হা, ফ্রি কল করতে পারবেন, আমি নিজে ইউস করেছি

কিছুদিন আগে কোন এক জার্নাল বা ফোরামে দেখলাম যে থার্ড পার্টি এপস ইউজ করলে নাকি আজীবন ব্যান করা হবে?

koto verson !

Accha bhai tobe gp te whatsapp e call korle kisu menuit jawar por call disconnect hoy ar eta lekhe your cellular service provider is preventing whatsapp call.Apnara keu ki ei problem face korsen?

amar gp sim ei free te call korle 1-2 min por call ta apna apni kete jai.Dekhi plus version ta install kore kono luv hoi kina..Ar bhai OGWhatsapp tar ki cll enabled version ase.Ar ei version e file upload limit koto?

whatapss 2.2 ভাশর্নটি আমার কাছে আছে। একটি দিয়ে কল হয়। কিন্তু কথা শুনা যায় না। হেল্প প্লিজ।

    @আমিন: ভাই এইসব সমস্যা কি সমাধান দিবো? আমার ফ্রেন্ড, ভাই সবার সাথেই সেইম জিনিষ দিয়ে কথা বলি, ফুল ক্লিয়ার। আপনি আপনার নেট চেক করে দেখুন।

Ok try kore dekhi pathano jai kina…Thanks..