আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার এন্ড্রয়েডের চেইন টিউনের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম।
আজ আপনাদের জন্য
একটা স্পেশাল ডাউনলোড
ম্যানেজার নিয়ে আসলাম । যা
আপনার ফাইলকে ১২টি ভাগে ভাগ
করে একসাথে বারটি ধারায়
ডাউনলোড করতে থাকে । যার ফলে
ফাইল টি ১২গুন দ্রুত ডাউনলোড হয় ।
আপনি এই ভাগ করাকে নিয়ন্ত্রনও
করতে পারেন । (সর্বচ্চ ১২)
আচ্ছা নাম জানতে চাচ্ছেন তো?
সফ্টওয়্যার টির নাম হচ্ছে
লোডারড্রয়েড যার গুগল প্লে রেটিং
৪.৭
লোডারড্রয়েডের সুবিধাসমূহঃ
♦ আনলিমিটেট রিজিউম
সাপোর্টেড।
♦ ব্যাটিরি শেষ হয়ে গেলে
অটোমেটিক রিজিউম হয়।
♦ এন্ড্রয়েড ডিফল্ট ব্রাউজার সহ
অন্যান্য ব্রাউজার থেকে লিংক
সংগ্রহ করে।
♦ ওয়াই-ফাই, ৩জি সহ যে কোন
কানেকশন দিতে পারবেন
সর্বচ্চ ১২পার্টে ফাইল ডাউনলোড
সম্পন্ন করে।
♦ যেকোন ফরম্যাট এর ফাইল
ডাউনলোড করতে সক্ষম
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে
এই ডাউনলোডার টিতে । যা আপনি
ব্যাবহার করে দেখতে পারেন ।
সফ্টওয়্যার টির সাইজ মাত্র ২.৭৩
মেগাবাইট, তাই ডাউনলোড করে
দেখতে সমস্যা নেই । যারা গুগল প্লে
লিংক লিঙ্ক থেকে নামাতে চান না
তাদের জন্য আমার সাইটে আপলোড
করে রেখেছি যাতে আপনি ফাইলটি
আপনার কাছে সংগ্রহ করে রাখতে
পারেন এবং বন্ধুদের কাছে শেয়ার
করতে পারেন ।
এখান থেকে ডাউনলোড করুন লোডারড্রয়েড।
আশা করি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ পোষ্টি পড়ার জন্য.. 🙂
আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্ল্যাশ ভিডিও কি নামানো যাবে?