বেশ কয়েকদিন ধরে আমি Game Hacker এবং Screen Recorder এই দুইটি সফটওয়্যার মোবাইলে চালানোর চেষ্টা করছিলাম।কিন্তু মোবাইল রুট না করলে সফটওয়্যার দুইটি চলবেই না।এখন কি করা যায়।কিভাবে মোবাইল রুট করি।নানাভাবে নানান জায়গায় খোঁজা শুরু দিলাম।কিন্তু কোনো লাভ হলো না।মাঝখান দিয়ে আমার মূল্যবান সময়,মোবাইলের ব্যাটারির চার্জ আর দেশের মূল্যবান বিদ্যুৎ নষ্ট হল।আমি হতাশ।কিন্তু হঠাৎ একদিন চলতি পথে আমার এক বন্ধুর কাছে রুট করার একটা সফটওয়্যার পেয়ে গেলাম।যদিও আমার বন্ধু তখনও সফটওয়্যারটা ব্যবহার করে দেখেনি।আমি সফটওয়্যারটা নিলাম।তারপর মাত্র দুই একটা ক্লিক করা মাত্রই আমার রুট সমস্যার সমাধান।খুবই সহজ ছিল।সফটওয়্যারটা খুব নিরাপদও বটে।
সফটওয়্যারটার নাম King Root.
ডাউনলোড লিংক:http://dl1.androidpot.net/obb_data/downloads/kingroot%20v.3.3.1.apk
আমি Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ছাত্র
রুট করতে অনেক দিন ধরে চাইছিলাম। মোবইল নষ্ট হওয়ার ভয়ে করিনি। এই এপিকে দিয়ে হয়েছে। মনে হয়। কারন, চাইনিজ ভাষা-ত, নেট থেকে খুজে বের করেছি। টিক চিহ্নি স্কিন এসেছে। টিউনার কে বলছি। কোন টিউন করলে প্রতিটি কাজ ছবি ও লেখায় বা ভিডিও তে দেখিয়ে দিবেন। না হলে পাঠক কিছুই বুজবে না। সুন্দর সফটওয়ার। আল্রাহ আপনাকে উত্তম প্রতিদন দান করুন।