ইন্টরনেট ব্যবহার করেন অথচ একটিও ব্লগ নেই এমন লোক খুজে পাওয়া কঠিন। ফ্রি কিংবা পেইড, একটি ব্লগ থাকেই। আর এন্ডয়েড, আইপ্যাড তো এখন হাতে হাতে। এখন আমরা চাইলে আমাদের এন্ডয়েডটি দিয়েই সহজে ব্লগিং করতে পারি। আজকে আমি কিছু জনপ্রিয় ব্লগিং এপ নিয়ে আলোচনা করব, হয়ত কারো কাজে লাগতেও পারে।
১. blogaway: ব্লগস্পট এ যারা সাইট ব্যবহার করেন তাদের জন্য এটি চমৎকার এপ। এটা দিয়েই একাধিক সাইট একসাথে পরিচালনা করতে পারবেন।
২. blogger: এটি গুগলের এপস। ব্লগস্পট সাইটের জন্য ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড
৩: WordPress: WordPress এ যারা সাইট ব্যবহার করেন তাদের জন্য এটি চমৎকার এপ। এটা দিয়েও একাধিক WordPress সাইট একসাথে পরিচালনা করতে পারবেন।
৪. Weebly: যারা Weebly তে সাইট ব্যবহার করেন তাদের জন্য Weebly দারুন এক এপ।
ডাউনলোড
৫. Bloggeroid for Blogger: এটিও ব্লগস্পট সাইটের জন্য ব্যবহার করতে পারেন।
ডাউনলোড
এছাড়াও Squarespace Blog, Geo Blogger, Blogger-droid (Ad-free), Easy WordPress & Blogger ব্যবহার করতে পারেন।
এই টিউনটি প্রথমে প্রকাশিত হয়েছে এখানে
আমার সাইটটিতে ঘুরে আসার আমন্ত্রন রইল
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks, Brother.