নিয়ে এলাম এন্ড্রয়েডের জন্য বেশ কয়েকটি আইকন প্যাক

আপনার এন্ড্রয়েড ফোন টিকে আরো সুন্দর করে সাজাতে অর্থাৎ কাস্টমাইজ করতে আগে থেকেই বিভিন্ন লান্চার ব্যবহার করছেন, হুম লান্চার গুলো বেশ পুরোনো হয়েগেছে। আসুন পুরোনো লান্চার গুলোতে একটু নতুন রং দেই, আরো একটু সুন্দর করে সাজিয়ে তুলি লান্চার গুলোকে।
আর কথা নয়


Devo – Icon Pack

ফেনের আইকন গুলোকে নতুন একটা লুক দিতে এই আইকন প্যক ব্যবহার করতে পারেন।
এর সাথে আরো রয়েছে ওয়াল পেপার প্যাক।

 Download


Black and Cyan – Icon Pack

কালো ও হালকা সায়ান কালারের সমন্বয়ে এই আইকন প্যাক টি দেকতে অস্বাধারন
Download


GEL – Icon Pack

দেকতে অনেকটা কিটকেট ভিউ এর মতো এই আইকন প্যাকটি।

Download


Blackout Icon Pack

কালো রঙ্গের ফোন হুলোকে আরো একটু রয়েল করতে এই আইকনপ্যাকটি ব্যবহার করতে পারেন।
Download


Sticker icon pack

স্টিকার আইকন প্যাক, আবার একসাইডে বাকানো, আমারদেখা ভালো আইকন প্যক গুলোন মধ্যে অন্যতম

Download


বেশ কয়েকটা আইকন প্যাক দিলাম এখন আসল কথা হলো এগুলো কি সব লান্চারে সাপোর্ট করবে ?
না, সব লান্চারে সাপোর্ট করবে না। তবে কিছু কমন লান্চার আছে যেগুলোতে সাপর্ট করবে নিচে এদের কিছু লিংক দেয়া হলো
Nova / prime
Apex /pro
Adw
Holo
Nova, Apex, Action, Smart, Aviate, Next, Atom, KK, Solo, Lucid, Inspire, Nine, ADW, Holo, GO, TSF

স্বাধারনত এই লান্চার গুলোতে আইকন প্যাক গুলো সাপোর্ট করবে তবে আমি সাজেস্ট করবো ADW EX Launcher ব্যবহার করার জন্য, এই লান্চারটিতে প্রায় সব আইকন প্যাক সাপোর্ট করবেে
ADW EX Launcher ডাউনলোড লিংক

মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেকবেন। আরো কিছু লাগলে কমেন্ট করুন।
পূর্বে প্রকাষিত হয়েছে এখানে

ফেবু তে আমি


Level 0

আমি মোমেন ভূইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি দিলেন, ডাউনলোড তো করবার পারি না।
মিডিয়াফায়ার/ড্রপবক্স/4শেয়ারড এ দিলে ভালো হতো।
সবচেয়ে ভালো হয় ডাইরেক্ট ডাউনলোড লিংক দিলে।

    @মোহাম্মদ তারেকুল ইসলাম: ভাই সবগুলোর ডাইরেক্ট ডাউনলোড লিংক দেয়া হয়েছে, গুগল ড্রাইভের লিংক। কাইন্ডলি অপেরা মিনি ব্যবহার না করে গুগল ক্রোম বা এন্ড্রয়েড এর ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন া

icon gula use korte chaile ki mobile root thaka lagbe??