আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি SoftwareHAT এর সাথে থাকলে ভাল আছেন,ভাল থাকবেন|
আমিও আল্লাহতায়ালার অশেষ মেহেরবানীতে ভাল আছি।
এখন আমরা পোষ্টের মুল আলোচনায় চলে আসি।
Google Play Store Connection Error, Connection Time Out এর সমস্যার সমাধান।
** বর্তমানে অনেকের Android Phone টি রুট করার পর Play Store এ প্রবেশ করতে পারছেননা। প্লে-স্টোর Open করলে Connection Error, Connection Time Out ইত্যাদি দেখায়
** যারা এই সমস্যাটিতে পড়ছেন, তাদের জন্য এইপোষ্টটি।
** এই সমস্যাটা হতে পারে আপনার অসর্তকতার জন্য। যেকোন Root Permission ভিত্তিক
Application ব্যবহারের ফলে।
[[পদ্ধতি -১:]]
যাকরতেহবেআপনাকেঃ
→Root Explorer Open করুন এবং Root Permission চাইলে Allow করুন।
→এবার Root explorer অ্যাপস দিয়ে আপনার ফোনের Root Directory তে ঢুকে etc folder ঢুকুন এবং hosts file টিতে Click করে Open In Text Editor এ Select করুন।
[[ বিঃদ্রঃ hosts ফাইলে কিছু করার পূর্বে অবশ্যই
hosts ফাইলটির Backup রেখে নিবেন ]]
→এবার host file এ থাকা "127.0.0.1 localhost"
লাইনটি ছাড়া সব গুলো লাইন Delete করে দিন এবংতারপর hosts ফাইলটি save করুন।ব্যস কাজ শেষ।
এখন আপনি প্লে-স্টোর Open সহগুগলের account ফোনে যুক্তকরতে পারবেন।।
[[পদ্ধতি -২:]]
যারা Freedom অ্যাপটি ব্যবহার করেন, বর্তমানে তাদেরও এই সমস্যা দেখা যায়। তাই Freedom ব্যবহার করে যারা এইসমস্যায় পড়েছেন, তাদের যদি উপরের পদ্ধতি ১ কাজ না করে, তবে তাদের জন্য পদ্ধতি ২।
→প্রথমে নেট কানেকশন চালু করুন।
→এবার Freedom অ্যাপটি চালু করুন। Freedom চালু হলে, তারপর Freedom থেকে বের হয়ে যান।
→Freedom থেকে বেরহয়, Play Store Open করুন।দেখবন কাজ করছে।
বিশেসদ্রষ্টব্য:-
(1)ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
(2)কপি,পেস্ট করা থেকে দূরে থাকুন
Must Be Mind It:-
(1)Advanced Level এর কাজ।তাই জা করবেন নিজ দায়িত্বে করবেন
(2)এর দ্বারা আপনার Device এর কোনরূপ ক্ষতিসাধন হলে এর কোন রূপ দায়ভার SoftwareHAT, তার Admin দের বা পোস্টকারির দায়িত্ বর্তাবেনা।
(3)যেহেতু Rooted Device এর Trick সেহেতু সতর্কতার জন্য আপনার Device এর Backup রাখুন পরবর্তীতে কাজে লাগবে
আপনার Android Experience কে উন্নতরও মজাদার করাই আমাদের লক্ষ্য আর এ লক্ষ্য পুরনেরকামনা করেই শেষ করছি| আমাদের সাথেই থাকুন
অনেক কষ্ট করে ও প্রচুর সময় নষ্ট করে পড়াশোনার মাঝে ও আপনাদের জন্য মজার মজার পোস্ট করি।
তাইআশাকরিঅন্ততএকটিComment করে আমাকে পোস্টকরারঅনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ
লিখেছেন ওয়াপমাষ্টার মাহমুদ । লেখকের ফেসবুক আইডি । আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন মন চাইলে
আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
শুধু মানুষ হতে চাই।
ধন্যবাদ ৷ এটা যে কত খুজেছি তার হিসাব নেই