এপিকে এক্সট্রিম [পর্ব-০২] :: ক্লক উইজেট

ভাবছিলাম শুরুর কথায় কি বলা যায়। কিন্তু কিছুই খুঁজে পেলাম না। তবে এটাই থাক... :p

APK Xtreme Logo

আজকের অ্যাপ্স:

এই চেইনের প্রতিটি টিউন, একই ধরণের একাধিক অ্যাপ নিয়ে করা হবে। যেন ব্যবহারকারী তার পছন্দের অ্যাপটি সহজেই বেছে নিতে পারেন।

অ্যাপ টপিক: ক্লক উইজেট।
অ্যাপ কোয়ান্টিটি: ৮টি।

এক নজরে:

আসুন এক নজরে আজকের আলোচ্য অ্যাপগুলোর নাম জেনে নেই:

ভূমিকা:

আমি সবসময়ই আমার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রীনে একাধিক উইজেট রাখার ক্ষমতাটাকে ভালোবেসেছি। হ্যাঁ অনেকেই উইজেটকে অপ্রয়োজনীয় ভাবতে পারেন, মনে করতে পারেন এদের কোনো দরকার নেই; কিন্তু দিনের শেষে আমরা সবাই কম বেশী উইজেট ব্যবহার করি।

কেউ অস্বীকার করতে পারবে না, যে আমাদের ব্যবহৃত দৈনন্দিন উইজেটগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় আর দরকারি উইজেট হলো সেগুলো, যেগুলো আমাদেরকে দিনের সময়টা জানিয়ে দেয়।

হ্যাঁ, আমি ক্লক উইজেট নিয়েই কথা বলছি। আপনাদের অনেকেই ফোনের ডিফল্ট ক্লক উইজেট ব্যবহার করে থাকেন। হয়তো কখনও বদলানোর কথা ভেবেও দেখেননি। তবে আজকে একটু ভেবে দেখুন। হয়তো নতুন কোনো ক্লক উইজেট আপনার মন জয় করে নিবে...

অঙ্কা ক্লক উইজেট ~ ONCA Clock Widget

ONCA Clock Widget

GOOGLE PLAY RATING 4.1

একটি ক্ষুদ্র ক্লক উইজেট এটি, সঙ্গে আছে তারিখ প্রদর্শনের সুবিধা। তবে সেটা সম্পূর্ণ অপশনাল।

ডিজিটাল এবং অ্যানালগ ক্লকের সংমিশ্রণ সঠিক মাত্রায় দেখা যাবে এই ক্লক উইজেটটিতে। আর যেকোনো ওয়ালপেপারেই সহজে ফুটে উঠবে এই ক্লক উইজেট।

উইজেটটিতে রয়েছে রঙ এবং সচ্ছতা পরিবর্তনের সুবিধা, একাধিক প্রদর্শন সুবিধা, ক্লকের নিচে ট্যাপ করে সহজেই সেটিংস পরিবর্তন আর সময় ও ঘন্টা সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলা তো আছেই।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

মিনিমালিস্টিক টেক্সট: উইজেট্‌স ~ Minimalistic Text: Widgets

Minimalistic Text: Widgets

GOOGLE PLAY RATING 4.2

মিনিমালিস্টিক টেক্সট অ্যান্ড্রয়েডের বেস্ট উইজেট অ্যাপগুলোর একটি- সমাপ্ত। এর কাস্টমাইজেশনের মাত্রা যে কাউকে ভয় পাইয়ে দিতে পারে, বিশেষ করে যারা এটা নতুন ব্যবহার করবেন।

এটার ইন্টারফেস অতটা উইজার ফ্রেন্ডলি নয়। তবে একবার যদি ব্যবহার করা শিখে যান, তবে সহজেই এই উইজেটকে মনের মতন করে নাচাতে পারবেন। কারণ ফ্লেক্সিবিলিটির দিক থেকে উইজেটটির কোনো সমকক্ষ নেই।

এর মাধ্যমে আপনি ব্যাটারি লেভেল, আবহাওয়া বার্তা, আর অবশ্যই, সময় ও তারিখ দেখাতে পারবেন। আর এর সবচেয়ে ভালো দিক হলো, আপনি যেমন চান, এটা দেখতে ঠিক তেমনটাই হবে। আপনি কাস্টম ফন্ট ইন্টিগ্রেট করতে পারবেন, রঙ্গ বদলাতে পারবেন আর আরও অনেক কিছুই।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

ক্রোনাস: হোম অ্যান্ড লক উইজেট ~ Chronus: Home & Lock Widget

Chronus: Home & Lock Widget

GOOGLE PLAY RATING 4.4

ক্রোনাস উইজেটটি আমার হোমস্ক্রীন দখল করে আছে বহুদিন ধরে। এটা নিজের কাজ খুব ভালো ভাবেই করে। আর তা হলো আপনাকে সময়, তারিখ, ব্যাটারি আর আবহাওয়া বার্তা দেখানো। এটা সাধারণ, তবে সম্পূর্ণ মিনিমালিস্টিক নয়। কিন্তু এটা আপনার যেকোনো পছন্দের থীম এবং ওয়ালপেপারের সঙ্গে সহজেই মানাবে।

একে কাস্টমাইজ করাও খুব সহজ। আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনি কোন কোন জিনিস প্রদর্শন করতে চান।

আপনি যদি পূর্বে সায়নোজেন-মড (CyanogenMod) ব্যবহার করে থাকেন, তবে এই উইজেটটি সায়নোজেন-মডের সিলক (cLock) উইজেটের মতন।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

ওয়ান মোর ক্লক উইজেট ফ্রী ~ One More Clock Widget Free

One More Clock Widget Free

GOOGLE PLAY RATING 4.1

যখন প্রশ্ন উঠে ডিজাইনের ধরণ এবং টেমপ্লেট-এর, ওয়ান মোর ক্লক উইজেট এর উপরে কেউ নেই। প্রায় ৭০ টিরও বেশী উইজেট সমৃদ্ধ একটি উইজেট প্যাক এটি। ব্যাক্তিগত ভাবে আমার সবগুলো ডিজাইন পছন্দ না হলেও, কিছু কিছু ডিজাইন খুঁজে পাওয়াই যায়, যেগুলো আপনার পছন্দের সাথে মিলে যাবে।

আপনি আরও অনেক ক্লক প্যাক ডাউনলোড করতে পারবেন, আর এই উইজেটটি উইজেট লকার এর সাথেও কাজ করবে। এর বিপুল পরিমাণ অপশনই একে ডাইনলোড করার যোগ্য করে তুলে হয়ত।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

ড্যাসক্লক উইজেট ~ DashClock Widget

DashClock Widget

GOOGLE PLAY RATING 4.1

ড্যাসক্লক আসলেই একটি অতুলনীয় অ্যান্ড্রয়েড উইজেট। এটি মিনিমাল, পরিষ্কার এবং ক্ষুদ্র আর সঙ্গে আছে যথেষ্ট কাস্টমাইজেশন অপশন যা আপনাকে বিরক্ত হতে দিবে না।

তবে এটির আসল চমক এর এক্সটেনশনের মাঝেই। এক্সটেনশনের ব্যবহার করে আপনি বাস্তব সময়ের বিভিন্ন তথ্য, যেমন আবহাওয়া, কল অ্যালার্ট, ম্যাসেজ অ্যালার্ট এবং আরও অনেক কিছুই প্রদর্শন করতে পারবেন।

যত যাই হোক, যদি আপনি এমন একটি উইজেট খুঁজে থাকেন, যা আপনাকে সময়ের সাথে সাথে এ ধরণের তথ্যও দেখাবে, তবে ড্যাসক্লকের থেকে ভালো কোনো উইজেট নেই।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

ডিজি ক্লক উইজেট ~ DIGI Clock Widget

DIGI Clock Widget

GOOGLE PLAY RATING 4.5

ডিজি ক্লক উইজেট, মিনিমালিস্টিক টেক্সট উইজেটের একটি আরও বেশী ব্যবহার উপযোগী ভার্সন। কাস্টমাইজেশন অপশনের মধ্যে রয়েছে, রঙ বদলানো, ব্যাকগ্রাউন্ড বদলানো এবং আরও অনেক কিছু।

এটি শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট বা ট্যাব জাতীয় ডিভাইসেও ভালো ভাবে কাজ করে। বড় ডিসপ্লে তে এটি ফেটে যায় না।

উইজেটটি সহজেই রিসাইজ করা যায়, এবং কোনো রিসাইজেই এটি অস্বাভাবিক লাগে না এবং ফেটেও যায় না। যে কোনো ওয়ালপেপার এবং থীম এর সাথে সহজেই মানিয়ে যায় এটি।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

আল্টিমেট কাস্টম ক্লক উইজেট ~ Ultimate Custom Clock Widget

Ultimate Custom Clock Widget

GOOGLE PLAY RATING 3.9

যখন প্রশ্ন উঠে কাস্টমাইজেশনের উপর, আল্টিমেট কাস্টম ক্লক উইজেট এটাকে নিয়ে যায় পরবর্তী মাত্রায়। উইজেট অ্যাপটি সম্পূর্ণ ফ্রী এবং আপনাকে ডাউনলোড করতে দিবে বিভিন্ন উইজেট স্কীন (ফ্রী এবং বিক্রয়ের)।

এর বিভিন্ন স্কীনের সমন্বয়ে আপনি ব্যাটারি লেভেল, আবহাওয়া সহ আরও তথ্য প্রদর্শন করতে পারবেন।

অন্যাদের স্কীন ডাউনলোড করা ছাড়াও, আপনি নিজের স্কীন নিজেই তৈরি করতে পারবেন। কিন্তু নিজে তৈরি করাটা অতটা সহজ হয় না। যদি আপনি নিজের স্কীন তৈরি নাও করতে চান, তবুও আপনি সহজেই পছন্দের স্কীন পেয়ে যাবেন।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

প্রিটি বাইনারি ক্লক উইজেট ~ Pretty Binary Clock Widget

Pretty Binary Clock Widget

GOOGLE PLAY RATING 4.1

এটি একটি বাইনারি কোড ক্লক উইজেট। এই মিনিমালিস্টিক উইজেটটি আপনাকে বাইনারি কোডে সময় দেখাবে। যেকোনো থিমের সাথে এটা সহজেই মানিয়ে যায়।

এটা ব্যবহার করার আগে আপনার বাইনারি কোড-এ সময় পড়াটা শিখে নেওয়া উচিৎ। অন্যথায় সারাদিন তাকিয়ে থাকবেন কিন্তু সময়টা আর বুঝবেন না। কিছুক্ষন গুগল করলে খুব সহজেই বাইনারি কোডে সময় পড়া শিখতে পারবেন।

~ অ্যাপ লিস্টে ফেরত যান ~

সমাপ্তি:

অ্যান্ড্রয়েডের অ্যাপ কখনই সীমিত নয়। সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হবার ফলে এর অ্যাপ ক্রমশ বেড়েই চলেছে। ভবিশ্যতে আরও আকর্ষণীয় এবং ফিচার সমৃদ্ধ ক্লক উইজেট খুঁজে পাওয়া গেলে তার উপর আবার টিউন করবো ইনশাআল্লাহ্‌।

বিঃদ্রঃ টিউনটি ভালোভাবে দেখার জন্য গুগল ক্রোম ইউজাররা এই অ্যাড-অনটি ইন্সটল করে নিন। অন্যান্য ব্রাউজারে কোনো সমস্যা হবে না।

~ উপরে ফেরত যান ~

Level 0

আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে।