আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আমার আজকের টিউনের বিষয় জনপ্রিয় " মোস্তফা " গেম । মোস্তফা গেইমের নাম শুনেননি এরকম খুব কম লোক আছেন । মনে আছে, ছোট বেলায় ভিডিও গেমসের দোকানে ভীড় করার কথা ? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে হয় অন্যের খেলা দেখা না হয় নিজে খেলা ! অশব্য আমার নিজের খেলা হয়নি । আমার যতগুলি গেম ভাল লাগত তার মধ্যে সব থেকে বেশি ভাল লাগত Cadillacs and Dinosaurs(মোস্তফা) গেমসটি । এই গেইমটি আপনারা কম্পিটারে খেলেছেন কিন্তু এখন গেইমটি এন্ড্রোয়েড মোবাইলে খেলতে পারবেন । আমার দেখা মোবাইলে খেলা সকল গেইম এর চেয়ে এই "মোস্তফা" টি ফাস্ট মোবাইল স্লো করে না । যে কোন র্যাম এ খেলা যায় । আর এই গেইমটির বিস্তারিত বা কাহিনি বলার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না । আপনারা সকলেই এই গেইমের কাহিনি জানেন । তাই দেরি না করে এই গেইমটি ডাউনলোড করে খেলা শুরু করুন ।
ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন । ডাউনলোড করতে সমস্যা হলে এই লিংকে ক্লিক করতে পারেন ।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
আমার মনে হয় আপনি টেকটিউন্সের নিতীমালা ভঙ্গ করেছেন । জলদি সমস্যার সমাধান করুন নয়ত ব্যান খাবেন ।