অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করুন খুব সহজে -APK

আশা করি আপনারা সকলেই ভালো আছেন । আমি আবার কথা কম বলি সোজা কাজের কোথায় আসা যাক । যা বলছিলাম অ্যাপস তৈরি । আমি আজ যে সফটওয়্যার দিয়ে অ্যাপস তৈরি দেখাবো তার নাম Android Book App Maker ।

**ডাউনলোড লিংক এখানে**
যেভাবে ডাউনলোড করবেন
PASS:1234

প্যাঁচ পুচ যা লাগে দেওয়াই আছে আশা করছি খুব সহজেই সফটওয়্যার আকটিভ করে নিতে পারবেন । তো চলুন দেখা যাক কিভাবে অ্যাপস তৈরি করবেন । আমি সিমিত আকারে দেখানোর চেস্টা করবো ...

***সফটওয়্যার এর চেহারা দেখে নিন

***"New" থেকে নতুন বই তৈরি করুন এবং সকল তথ্য দিন । (চিত্র নিচে)

>>"inport text file" লেখায় ক্লিক করুন । (চিত্র নিচে)

[ বিঃ দ্রঃ আগে থেকে টেক্সট ফাইলে আপনার বই এর গল্প গুলো রাখুন এবং প্রথম লাইনে গল্পের নাম রাখুন ]

*** বাংলা হলে নিচের সেটিং দিয়ে টেক্সট ফাইল ইনপোর্ট করুন (চিত্র নিচে)

*** "Config" থেকে বইয়ের লোগো কভার ইমেজ সহ সকল অপশানের নাম পরিবর্তন করতে পারবেন ।(চিত্র নিচে)

সকল কাজ শেষ হয়ে গেলে সহজে বিল্ড থেকে অ্যাপস বিল্ড করে নিন । সমস্যা হলে কমেন্ট করুন ।

Level 0

আমি হাবীব রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

via download link kaj kora nai link thik Koran plz

একটু হেল্প করেন Techtunes Offline Download করতে বসছি কেও বলতে পারেন কত মেগা লাগতে পারে ৩০০ মেগা হয়ে গিছে। কারো কাছে techtunes Offline থাকলে দয়া করে Upload করে দিন

Where is the password of RAR file…. Strange 🙂

ভাই লিংক তো কাজ করে না

Asking Passwork when UnZip, provide password Please

Please provide password or remove the article which will never be worked. 🙁

Many Many Thanks 🙂 🙂

ফুল ভার্সন ডাউনলোড করুন
http://www.4shared.com/zip/Um4TNaT4ce/Android_Book_App_Maker_330_Ful.html

কি অদ্ভুত লিনক দিলেন। অপেরা তে লোড নেয়া না। মিডিয়াফায়ার কি দোষ করলো ওখানে আপ্লোড করেন।।

OK, Done

ভাই কিছু মনে কইরেন না, আপনাদের মত কিছু লোকের কারনে মানহীন লক্ষলক্ষ এপে ভরপুর গুগুল প্লে, কিছু জিনিস কিছু লোকের মধ্যে থাকা ভাল, এভারেজ করে পেললে ওই জিনিসের আকর্ষণ থাকে না। আমার কমেন্ট কেউ নেগেটিভ ভাবে নেবেন না প্লিজ। সবাই ডেভেলপার!!

    @মিয়াজী (IIUC):

    সরি মিয়াজী ভাই , জানিনা কেনো মনে হচ্ছে যে প্লে স্টোরে এই সফটওয়্যার দিয়ে তৈরি আপনার অ্যাপসো চলে ।এই কারনে আপনি চাচ্ছেন না যে কেউ এই সফটওয়্যার ব্যবহার করুন (মনে হচ্ছে) । আর হ্যাঁ ভাই আমি পার্সোনালী বা আয়ের জন্যে কোন অ্যাপস কোথাও দিই না । নিজের জন্যে ছাড়া করো জন্যে কোন দিন কোন বইও তৈরি করিনি এই সফটওয়্যার দিয়ে । যাই হউক আমারো খারাপ লাগে যখন দেখি গুগলে এই ধরনের অ্যাপস । আমি ৫ মিনিটে তৈরি করতে পারবো এমনো অ্যাপস আমি প্লেতে দেখেছি … ভালো থাকবেন …

    @মিয়াজী (IIUC): ভাই আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আপনি চান না আপনি চাড়া আর কারোও উন্নতি হউক। আপনিতো স্কুলে ভর্তি হয়ে লেখা-পড়া কে এভারেজ করে পেল্লেন। স্কুকে ভর্তি না হলেও পারতেন। আকর্ষণটা আরেকটু বাড়তো।
    আপনি কি মনে করেন যারা এখনো কোনো এপ্স তৈরি করেনি তারাকি কখনো আপনার চেয়ে ভালো তৈরি করতে পারবে না?
    তাদের মধ্যে অনেক ট্যালেন্টফুল ছেলে আছে, আগামীতে আপনি ওদের এপ্স ব্যবহার করে আপনি গর্বিত হবেন বাংলাদেশী ডেবলপারদের নিয়ে।

      @এনামুল ইসলাম: ভাই বাংলাদেশে অনেক ভাল ভাল ডেভেলপার আছে, তাদের এপ ব্যবহার করে আমি ধন্য ও আনন্দিত। এপ ডেভেলপিং শিখার জন্য জেলা পর্যায়েও কয়েক দিন ব্যাপি প্রোগ্রাম হয়, খোজ নিয়ে শিখতে পারেন ভাল কাজ দিবে,,,,

        @মিয়াজী (IIUC): টেকটিউন্স থেকে গত কয়েক বছরে অনেক কিছু শিখেছি। সবাই যদি আপনার মত করে ভাবতো হয়তো টেকটিউন্স অনেক আগেই বন্ধ হয়ে যেত।

@মিয়াজী (IIUC):
মান থাক বা না থাক তাতে কি। মানুষ এপ বানাচ্ছে এটাইবা কম কি। লুকিয়ে কাজ করা, কোন ধরনের মানুষিকতা।

ভাই অন্য কোন সাইটে আপলোড করিয়ে মানুষের উপকারে আসার জন্য অনুরোধ করছি। অত্যাচারী সাইটে আপলোড দিয়ে মানুষকে বিবৃত না করাই ভাল।
টেকটিউনসের নীতিমালাটি একবার পড়ার জন্য অনুরোধও করছি।

@মোঃ আবু বকর সিদ্দিক: আসলে ভাই কিছু কাজ লুকিয়েই করতে হয়, যেমন ধরেন, ট্রেড সিক্রেট, মেকানিজম সিক্রেট, আরো কিছু আছে চিন্তা করলে পাবেন আমি বললাম না।

Level 2

লিংক ঠিক আছে। তবে টিউনটি আরও বুঝিয়ে লিখতে পারলে ভাল হতো। যাই হোক ধন্যবাদ।

ভাই। Build অপশনে গেলে Create new Keystore সিলেক্ট করে Next ক্লিক করলে পরবর্তী স্তরে আসে না। অর্থাৎ বিল্ডআপে ত্রুটি দেখায়। ত্রুটি প্রতিকারের ব্যবস্থা থাকলে জানাবেন। গত ২৪ ঘন্টা ধরে চেষ্টা করে পারিনি।

Tizen ar tpk aps create kora gaba amon kono system takla bolban

হ্যাঁ। আমার জাভা ইনস্টল করা আছে। সেই সাথে Eclipse ও ইনস্টল করা আছে এবং SDK আপডেট করা আছে। Jre কত ভার্সন লাগবে?

জাভা আপডেট করলাম কিন্তু কাজ হচ্ছে না। Keystore ফাইল তৈরী হচ্ছে না। যদি সম্ভব হয় একটি keystore file তৈরী করে আপলোড দেন। সেই সাথে keystore ফাইলের Password দিয়েন। অপেক্ষায় থাকলাম।

keystore file problem

আমি ০৩টি ল্যাপটপে জাভা এসডিকে ও জেআরই সর্বশেষ ভার্সন ইন্সটল করে সফটওয়্যারটি ইনস্টল করেছি। কিন্তু প্রতিবারই keystore ফাইলের সমস্যা। অথচ @হাবীব রাজশাহী সাহেবের নাকি হয়েছে। দুইদিন আগে টিউনমেন্টের মাধ্যমে keystore ফাইলটি আপলোড চাইলাম। কিন্তু কোন খবর নাই। তাই আবারও বলছি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার পিসির My Decoument এর ভিতর জন্ম নেওয়া androidapkmk নামে বা এই জাতীয় নামে যে ফাইলটি তৈরী হয়েছে সেটি আপলোড দিন। অন্যাথায় বুঝব আপনি টেকটিউনসকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে অন্যদের মূল্যবান সময় ও অর্থ ব্যয় করছেন।

এটি প্রতারণামূলক টিউন। মানুষের মূল্যবান সময় অপচয় করার মতো টিউনগুলো টেকটিউনস থেকে অপসারণ করার জন্য মডারেটরগণের দৃষ্টি আকর্ষণ করছি।

    @এ জি এম রুবেল হাসান:
    সরি ভাই একটু অসুস্থ ছিলাম । আর প্রধান সমস্যা হলো এই আইডিটা যে ইমেইল দিয়ে করা সেটা আমার না তাই কমেন্ট এর নটিফিকেসান পাচ্ছি না । এই কারনে রিপ্লে দিতে পারছি না সময় মত । সমস্যা নেই ভাই ইমেইল টা দেন আমি দিয়ে দেবো আজ ।

এখানে ই-মেইল প্রকাশ করা সমীচিন হবে না। তাই গুগল ড্রাইভে দিয়ে লিংক শেয়ার করেন। অথবা অন্য কোন সাইটে আপলোড করে লিংক শেয়ার করেন।