কর্ম ব্যস্ত মানুষের কাজের কোনো শেষ নেয়। আমরা অনেকে আমাদের অত্যাধিক দৈনন্দিন কর্ম নিয়ে ব্যাস্ত্য থাকি। এই ব্যস্ততার মধ্য আমাদের ব্যক্তিগত কাজ গুলো অনেক সময় ভুলে যায়। দৈনন্দিন কর্ম পরিকল্পনা তো আর খাতা কাগজে লিখে রাখা সম্ভব নয় এবং এটা অনেক বিরক্তিকর ও সময়সাপেক্ষ। তথ্য প্রযুক্তির সময়ে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে আপনার দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন। অ্যাপস মার্কেটে বিভিন্ন আন্ড্রইয়েড অ্যাপলিকেশন আছে। সে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন। এই অ্যাপলিকেশনের মাধ্যমে আপনার দিন, সপ্তাহ, মাস বা বছরের পরিকল্পনা করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি করার জন্য জনপ্রিয় ৫ টি আন্ড্রইয়েড অ্যাপলিকেশন!
ইভারনট
দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি করার জন্য ইভারনট চমৎকার একটি অ্যাপলিকেশন। আপনি ইভারনটের দ্বারা খুব সহজেই লেখার মাধ্যমে, ফটো গ্রাভের মাধ্যমে এবং আরো কিছু ফিচারে মাধ্যমে আপনার দৈনন্দিন কাজের পরিকল্পনা তৈরি করতে পারবেন। ইভারনটে ওয়েব নিবন্ধ, হাতে লেখা নোট, ও টাস্ক মনে রাখার জন্য ফটো সংগ্রহ করার মাধ্যমে দৈনন্দিন কর্মপরিকল্পনা মনে রাখতে পারবেন এবং আপনার দৈনন্দিন কর্মপরিকল্পনা সবার সাথে শেয়ের করতে পারবেন। এখান থেকে ডাউনলোড
গুগল কিপ
দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি করার জন্য গুগল কিপ একটি অসাধারণ অ্যাপলিকেশন। আপনি এই অ্যাপলিকেশনের আপনার দৈনন্দিন কর্মপরিকল্পনা ভয়েস মেমোর মাধ্যমে মনে রাখতে পারবেন, লিখতে পারবেন, মনে রাখার জন্য ছবি রাখতে পারবেন, আপনার কর্মপরিকল্পনা সমূহ বন্ধু এবং আপনার পরিবারের সাথে শেয়ার করুন করতে পারবেন, সঠিক সময়ে সঠিক নোট করতে পারবেন এবং আরো বেশ কিছু ফিচার আপনি গুগল কিপ অ্যাপলিকেশনে পাবেন। এখান থেকে ডাউনলোড
এনি ডু
এনি ডু হচ্ছে আপনার জীবনের কর্মপরিকল্পনা তৈরি করার ম্যানেজার। এই অ্যাপলিকেশনে আপনি আপনার পারিবারিক কর্ম, অফিচিয়াল কাজ ও প্রকল্প, ব্যক্তিগত করণীয় এবং সামগ্রিক কর্মপরিকল্পনা এই জায়গায় সংগঠিত বা সংরক্ষণ করতে পারবেন। এনি ডুর স্মার্ট নকশা মাধ্যমে আপনার লক্ষ্যের উপর দৃষ্টি নিবদ্ধ রাখতে সাহায্য করবে। আপনার ভয়েস এন্ট্রি ব্যবহার করে, লেখার মাধ্যমে এবং আরো বেশ কিছু ফিচারের মাধ্যমে আপনার কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন। এখান থেকে ডাউনলোড
উন্ডারলিস্ট
উন্ডারলিস্ট কর্মপরিকল্পনা ক্যাপচার করার জন্য খুবি ভাল একটা আন্ড্রইয়েড অ্যাপলিকেশন। এই অ্যাপে আপনার দৈনন্দিন কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন এবং আপনার কর্মপরিকল্পনা আপনার আপনার পরিবার, বন্ধু এবং আপনার বিজনেস পার্টনারের সাথে শেয়ার করতে পারবেন। উন্ডারলিস্ট তাৎক্ষনিকভাবে ফোন, ট্যাবলেট এবং কম্পিউটারের মধ্যে ছিনকোরাইজ করতে পারে যাতে আপনি যে কোন জায়গা থেকে উন্ডারলিস্টে অ্যাক্সেস করতে পারেন. এখান থেকে ডাউনলোড
টু-ডুইস্ট
টু-ডুইস্ট অ্যাপ আপনার দৈনন্দিন কাজকে মনে রাখতে সাহায্য করবে। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোন জায়গা থেকে আপনার কাজ অফলাইনে পরিচালনা করতে পারবেন এবং আপনার কর্মপরিকল্পনা ফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ব্রাউজার, ইমেইল এবং স্মার্টওয়াচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। দৈনন্দিন কর্মপরিকল্পনা মনে রাখার জন্য টু-ডুইস্ট অ্যাপলিকেশনে খুবি ইউজার ফ্রেন্ডলি। এখান থেকে ডাউনলোড
আজকে এখানেই সমাপ্তি, আশা রাখি আগামী সময়ে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।
আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।