এন্ড্রোয়েডের জন্য জনপ্রিয় কয়েকটি মিউজিক প্লেয়ার

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনার এন্ড্রোয়েডের জন্য নিয়ে নিন কিছু পেইড মিউজিক প্লেয়ার ফ্রিতে ।
Neutron Music Player এর অন্যতম বৈশিষ্ট্য হলঃ

  • এইচডি কোয়ালিটি অডিও গান শুনা ।
  • MP1, MP2, MP3, OGG (Vorbis), FLAC, WMA, WMA Lossless (16-bit), AC3, AAC, M4A, M4B, M4R, MP4, 3GP, 3G2, MOV, ALAC, APE (Monkey's Audio), WV (WavPack), MPC (MusePack), WAV, AU, AIFF, MPG/MPEG (audio), AVI (audio), iTunes/Windows Media (non DRM), OPUS এই ফরম্যাটের গান শুনতে পারবেন ।
  • ফোল্ডার মোড পাবেন ।
  • ক্লক মোড ।
  • নির্দিষ্ট সময় মিউজিক বন্ধ করতে পারবেন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরো বিস্তারিত জানতে পারবেন প্লে-স্টোরে । অবশ্য এটি একটি পেইড মিউজিক প্লেয়ার । আর এটি ফ্রি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন

PlayerPro Music Player এর বৈশিষ্ট্যঃ

  • অ্যালবাম, শিল্পী, প্লেলিস্ট, ফোল্ডার এবং অ্যালবামের শিল্পী ব্রাউজ এর মাধ্যমে গান শুনতে পারবেন ।
  • ভিডিও গান অডিও মোডে শুনতে পারবেন ।
  • লেআউট কাস্টমাইজ করতে পারবেন ।
  • গানের ট্যাগ পরিবর্তন, শিরোনাম, অ্যালবাম, শিল্পীর নাম, অ্যালবামের নাম, ট্র্যাক আডি ইত্যাদি পরিবর্তন করতে পারবেন ।
  • নির্দিষ্ট সময় মিউজিক বন্ধ করতে পারবেন ।

 

 

 

 

 

 

 

 

 

 

আরো বিস্তারিত জানতে পারবেন প্লে-স্টোরে । এটি প্লে-ষ্টোর থেকে কিনে ব্যবহার করতে হবে চাইলে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন

jetAudio Music Player Plus এর বৈশিষ্ট্যঃ

  • গানের ট্যাগ ইডিট করতে পারবেন ।
  • গানের লিরিক্স দেখতে পারবেন ।
  • অন্যতম সুবিধা হচ্ছে লক স্ক্রিন আছে ।
  • অনেক ফরম্যাটের গান বাজাতে পারবেন ।
  • শেকের মাধ্যমে গান পরিবর্তন করতে পারবেন ।

 

 

 

 

 

 

 

 

 

 

আরো বিস্তারিত জানতে পারবেন প্লে-স্টোরে । ফ্রি তে ব্যবহার করতে এই লিংকে ক্লিক করেন ।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত ।
আমার ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন ।
আল্লাহ হাফেজ ।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস