অনেক দিন টিউন করা হয় না। ভাবলাম পছন্দের কিছু শেয়ার করা যাক। তো ভাবার আগে ফোন থেকে পিসিতে নিয়া আপলোড।
এপের নাম গুড নাইট স্লিপ এলার্ম। বুঝতেই পারতেছেন এলার্ম টাইপ এপ। বেশ মজার, কেননা রোজ জেগে আমি এর গ্রাফ দেখে বুঝতে পাই রাতে ঠিক কতক্ষন ঘুমাইছি ঠিকভাবে, সপ্তাহে কোন দিন কেমন হলো আমার ঘুম। বুঝেন ই পেশাদার মানুষ, ঘুমের ঠিক ঠিকানা নাই, তো আমার হয়ে এই এপ্লিকেশন টা আমার ঘুমের হিসেব রাখতেছে আরকি। ভার্শন টা লেটেস্ট।
ঘুমের বেশ কিছু সেকসন আছে। একটা সময় আমরা এপাশ ওপাশ করি, আরেক টা সময় গভীর ভাবে ঘুমাই, ROM না কি জানি বলে সেগুলো কে, আমার সঠিক জানা নাই। দেখে পরে একদিন ঘুম নিয়ে টিউন করবো নে।
আরেক টা প্লাস পয়েন্ট হইলো খুবি সেন্সিটিভ রিংটোন চয়েজ। বেশ আস্তে আস্তে আদর করে করে যেন ঘুম ভাঙ্গায়।ভেতরে সম্ভবত ২০ টা বেশ সুন্দর রিংটোন দেয়া আছে, শুনে ঘুম ভাঙ্গলে অন্তত মেজাজ টা বিগরে যায় না। সো আপাতত এই এপটাকে আমার ঘুম ভাঙ্গাবার দায়ীত্তে কাজে লাগাচ্ছি।
এন্ড্রয়েড ফোনে চলে, আই ও এস বা উইন্ডোজ এ চলবে কিনা আমি জানি না। এটার ওগুলোর কোন ভার্শন আছে কিনা তাও জানি না।
সাইজ বেশী বড় না, ১৪ মেগাবাইটের মত।
আসলে কদিন ফোন নিয়া গুতাগুতি করতে যেয়ে বেশ কিছু মজার জিনিষ আবিষ্কার করে ফেলছি, আপনাদের ভালো লাগলে সবগুলোই শেয়ার করবো।
সৌজন্যেঃ ফাজলামী এপ স্টোর
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
প্রিয় টিউনার,
আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
তবে টিউজিটর (টেকটিউনস ভিজিটর) ড্রাইভাট এর উদ্দেশ্যে সৌজন্য লিংক বড় টেক্সটে, ফন্ট বড় করে, H2,H3, H4 ইত্যাদি হেডিং হিসেবে কোন অবস্থাতেই দেওয়া যাবে না। উপরের উদাহরণে ঠিক যেভাবে ব্লককোট করে দেওয়া হয়েছে ঠিক সেভাবে দিন।
আপনি সময় নিয়ে মানসম্মত টিউন করুন। আপনার টিউন ভালো ও মানসম্মত হলে টিউডার ও টিউজিটররা আপনার সাইট এমনিতেই ভিজিট করবে। সৌজন্য লিংক বড় ফন্ট বা হেডিং করে অযাচিত আকৃষ্ট করার প্রয়োজন হবে না এবং তা টেকটিউনস নীতিমালা রিরোধী।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।