চলুন দেখে আসি আন্ড্রইয়েড ডিভাইসের জন্য শীর্ষ 5 টি ব্যাটারী সেভিং আন্ড্রইয়েড অ্যাপ! যে অ্যাপস গুলো আপনার আন্ড্রইয়েড ফোনের চার্জকে সেভ করবে

বর্তমান সময়ে স্মার্টফোনের অসাধারণ ফিচার এবং বিভিন্ন বৈশিষ্ট্যর কারনে স্মার্টফোন এখন একটি শক্তিশালী ডিভাইচে পরিণত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, অনেক স্মার্টফোনে অতিরিক্ত চার্জ নষ্ট হয়, যেটা স্মার্টফোন ব্যাবহারকারীদেরকে খুবই হতাশ করে। এই হতাশ হওয়া স্মার্টফোন ব্যাবহারকারীদেরকে নিয়ে আজকের এই পোস্ট। আজকে আমি এমন কিছু আন্ড্রইয়েড অ্যাপস নিয়ে আলোচনা করব,  যে অ্যাপস ব্যাবহার করে আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবেন, এছাড়াও স্মার্টফোনে চার্জ ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল আছে যেগুলো আপনি ব্যাবহার করতে পারেন। তাহলে চলুন দেখে আসি আন্ড্রইয়েড ডিভাইসের জন্য শীর্ষ 5 টি ব্যাটারী সেভিং আন্ড্রইয়েড অ্যাপ।

ব্যাটারি ডাক্তার (ব্যাটারী সেভিং)

আন্ড্রইয়েড ডিভাইসের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবি জনপ্রিয় একটি অ্যাপলিকেশন হল ব্যাটারি ডাক্তার। এই অ্যাপলিকেশন আপনার আন্ড্রইয়েড ডিভাইসের ব্যাটারির কার্যক্ষমতা আরো বেশি বৃদ্ধি করবে। এই অ্যাপের বিভিন্ন সুবিধা রয়েছে যেমন, টাস্ক কিলার, নিদিষ্ট সময়ে পাওয়ার সেভ মুড, স্ক্রিন উজ্জ্বলতা নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় অ্যাপস নিষ্ক্রিয় সহ আরো অনেক ফিচার। এখান থেকে ডাউনলোড

ডিউ ব্যাটারি সেভিং

ডিউ ব্যাটারি সেভিং অ্যাপলিকেশন আপনার অ্যান্ডইয়েড ও ট্যাবলেট ডিভাইচের ৫০% ব্যাটারি সেভ করবে। এই অ্যাপলিকেশনের মাধ্যমে আপনার আন্ড্রইয়েড ডিভাইচের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি করবে। এই অ্যাপ ব্যাবহার করে আপনি আপনার আন্ড্রইয়েড ডিভাইচের ব্যাটারির চার্জ নিয়ন্ত্রণ করতে পারবেন, ব্যাটারি সমস্যার সমাধান এবং আপনার ব্যাটারির জীবন প্রসারিত করতে পারবেন এবং আপনি খুব সহজেই আপনার আন্ড্রইয়েড ডিভাইচের ব্যাটারি সম্পর্কে অপ্টিমাইজ করতে পারবেন। এখান থেকে ডাউনলোড

এন কিও সহজ ব্যাটারী সেভিং

আন্ড্রইয়েড ফোনের জন্য সবচেয়ে সৃজনশীল ফ্রি ব্যাটারি সেভিং অপ্টিমাইজার এন কিও ব্যাটারী সেভিং অ্যাপ। আপনি এই অ্যাপ ব্যাবহার করে খুব সহজেই আপনার ফোন ব্যাটারির চার্জ সংরক্ষণ করতে পারবেন এবং ব্যাটারির কর্মক্ষমতা নিখুত এবং আরো গতিময় করতে পারবেন। এন কিও ব্যাটারী সেভিং আপনি আপনার মোবাইল ফোনের ব্যাটারির গতি এবং ব্যাটারি জীবন প্রসারিত করতে সাহায্য করবে। আপনার ফোনের ব্যাটারির পারফরম্যান্সে উন্নতি করতে এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করুন!

জুইচ ডিফেন্ডার

জুইচ ডিফেন্ডার ব্যাটারি সেভিং বিশেষভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি জীবন প্রসারিত করার জন্য একটি শক্তিশালী অ্যাপলিকেশন। এটি একটি সম্পূর্ণরূপে স্য়ংক্রিয় পদ্ধতিতে ব্যাটারি জীবনের উন্নতি করার ক্ষেত্রে কাজ করে। জুইচ ডিফেন্ডার ব্যাটারি সেভিং এর মাধ্যমে আপনি সহজেই মোবাইল ডেটা, ওয়াইফাই এর গতি পরিচালনা করতে পারেন এবং আপনার ব্যাটারির চার্জকে আপনি নিয়ন্ত্রন করতে পারবেন যেমন, ব্যাটারি কম রান করবে যখন সংযোগ নিষ্ক্রিয় থাকবে, সক্রিয় অথবা নির্দিষ্ট অ্যাপস এর জন্য নিষ্ক্রিয় সংযোগ ইত্যাদি। এখান থেকে ডাউনলোড

গো ব্যাটারী সেভিং

গো ব্যাটারী সেভিং একটি পেশাদার পাওয়ার ম্যানেজার। আপনার ব্যাটারি জীবন দীর্ঘায়ু করার জন্য এই অ্যাপলিকেশন ব্যাবহার করতে পারেন। এই অ্যাপলিকেশনের প্রধান বৈশিষ্ট্য হল শক্তি সঞ্চয় মুড, স্মার্ট সংরক্ষণ, টগল নিয়ন্ত্রণ, ব্যাটারির ক্ষমতা টেস্টিং, মাত্র এক ক্লিক এ ব্যাটারি খরচ অপ্টিমাইজেশান, সঠিকভাবে ব্যাটারি অবশিষ্ট সময় অনুমান এবং আরো অনেক। এখান থেকে ডাউনলোড

প্রিয় বন্ধুরা আজকের মত এখানেই,আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আদৌ কি এপ গুলো চার্জ সেভ করে? অনেক এপ ইউজ করলাম যে, কিন্তু কাজ তো হয়নি তেমন, যাহোক, খুব সুন্দর সাজিয়ে লিখেছেন, আগামী টিউনের প্রতীক্ষায় রইলাম।

Greenify সম্পর্কে লিখেন নি কেন?

সেরা ব্যাটারি সেভার। কার্যক্ষমতা ১০০%।তবে রূট ইউজারদের জন্য।

@অশোক চন্দ্র শীল: ভাই greenify এপটি এখন রুট ছাড়াও চালানো । এর আরেকটি ভার্শন বের হয়েছে যা রুট করার দরকার হয় না । প্লে স্টোরে খোজ নেন ।

আমি বলি কি , battery saver pro( 30$) এটা আপনি ব্লাকমার্কেট এপ থেকে ডাউনলোড দিন ও ইনস্টল করে রুট পার্মিশন দিয়ে ৪ লেভেলে চালান।এইটার উপরে এন্ড্রয়ডে ব্যাটারি সেভার এপ নাই। ফলাফল পাবেনই ।(বি.দ্র: সেটের ডিফল্ট থাকলে হবে না এবং আনরুটে ১০০/১০০ কাজ করে না)

অপেরা মিনি দিয়ে ডাউনলোড দিলে ডাউনলোড সেভ অপশন না আসা পর্যন্ত ক্লিক করুন।
হয়ত বাইরের কোন সাইটে রিডাইরেক্ট করে বিরক্ত করবে।
কিন্তু তিন চারবার এর পর ডাউনলোড এর লিনক পাবেন।