স্মার্টফোনে ভুলে ডিলিট হওয়া ফাইল ফিরে পাবেন কিভাবে? দেখে নিন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যদি ভুল
করে কোন তথ্য মুছে ফেলেন
তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই।
গুগল প্লে’তে এমন এক অ্যাপ
রয়েছে যার
মাধ্যমে আপনি মুছে ফেলা ফাইল
ফেরত আনতে পারবেন। অ্যাপটির
নাম ‘রিসাইকেল বিন’।

এই অ্যাপ কম্পিউটারের রিসাইকেল
বিনের মতোই কাজ করে। ডিলিট
হয়ে যাওয়া ফাইলগুলো এ
অ্যাপে জমা থাকবে।

ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয়
ফাইলটি উদ্ধার করা যাবে।
বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট
ছাড়াও কাজ করবে। এর অন্যান্য
ফিচারের মধ্যে রয়েছে অডিও-
ভিডিও, ছবি, ডকুমেন্টসহ সব ধরনের
ফাইল সমর্থন করা। অ্যাপটির
মাধ্যমে এক ক্লিকে ডিলিট
হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
ইন্টারনেট সংযোগ ছাড়াও
অফলাইনে কাজ করবে অ্যাপটি।

একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ
ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার
করার ফিচার রয়েছে এতে। অনেক
সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল
জমা হয়ে স্মার্টফোনের
মেমোরি দখল করে রাখে। এ ফিচার
সেই সমস্যাও দূর করবে। জাপানি,
ফ্রেঞ্চ, চাইনিজ, জার্মানিসহ
অনেক ভাষা সমর্থন করে এ অ্যাপটি।
বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড
করা যাবে গুগল প্লে থেকে।

অ্যাপটি ডাউনলোড   করুন

সবাই ভাল থাকবেন। 😆

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dumpstar er bikolpo ki eta?

ভাই আগেই জানতাম

পুরানা পেচাল তাছারা এই পোষ্টটা আজকে প্রিয় তে দেখলাম

Level 0

karo kase Dumpstar premium apps ta thakle share korun please….