হ্যালো ভালোবাসা দিবস , কেমন আছো তুমি ,
তোমার তো খুব ভালোই থাকার কথা , সারা বিশ্ব জুড়ে আজ তোমায় নিয়ে মাতামাতি ।
কিন্তু আমি তো ভালো থাকতে পারছি না ।
কারন তুমি কেমন জানি, বছরে ৩৬৫ দিনে মাত্র একটি দিন আসো । তুমি কি প্রতি দিন থাকতে পার না ?
নাকি থাকতে চাউ না ।
।
।
।
।
কি কথা গুলো পাগলের মত লাগছে ? লাগারই কথা ...
কারন লিখাটি হিমু নামের এক পাগলের মাথা থেকে আসছে । মাত্র তো শুরু করলাম ...
দয়া করে এই পাগলটির কথা গুলো একটু শুনুন, কথা দিচ্ছি আপনাদের মূল্যবান কথার সঠিক মূল্যায়ন পাবেন –
আজ বিশ্ব ভালোবাসা দিবস । এই দিনটি কে কেন্দ্র করে ভালবাসাটা অনেকটা ঘভিরে পোঁছায় । এখন শুধু আমি না , প্রেম করতে পারে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিশুটিও । মুভি , নাটক , সিরিয়াল দেখতে দেখতে আজ সবাই প্রেম করতে শিখে গিয়েছে । এছাড়া প্রযুক্তির উন্নত SMART Phone তো আছেই, ভালোবাসাকে চার থেকে পাঁচ গুন বাড়িয়ে দিতে যার কথা না বললেই নয় ।
যা হউক এবার একটু কাজের কথায় আসি । বর্তমানে প্রেম তো সবাই করতে পারে । তবে একটু ঘভির ভাবে ভাবুন তো আপনি আজ যা করছেন তার নামই কি প্রেম- ভালোবাসা ?
চলুন যাচাই করে নেই-
প্রথমে আপনার চোখটি ২০ সেকেন্ডের জন্য বন্ধ করুন –
চোখ মেলে তাকান ---
এবার একটু ভেবে দেখুন-
- “আপনি কি আপনার জীবনে এমন কাউকে খুজে পেয়েছেন?
-যাকে আপনি সব চেয়ে আপন মনে করেন ।“
- আপনি কি আপনার জীবনে এমন কাউকে খুজে পেয়েছেন ?
- যাকে আপনি মনের সব কথা শেয়ার করতে পেরেছেন ।
- আপনি কি আপনার জীবনে এমন কাউকে খুঁজে পেয়েছেন ?
- যে আপনার মনের কথা খুব সহজেই বুঝতে পারে ।
- আপনি কি আপনার জীবনে এমন কাউকে খুঁজে পেয়েছেন ?
- যার সুখের জন্য আপনি যে কোন কষ্টকে সুখ বলে মেনে নিতে পারেন ।
- আপনি কি আপনার জীবনে এমন কাউকে খুঁজে পেয়েছেন ?
- যার এক ফোটা চোখের জল আপনার কাছে বৃষ্টি দ্বারার মত লেগেছে।
- আপনি কে আপনার জীবনে এমন কাউকে পেয়েছেন?
- যে দেখতে খুব একটা সুন্দর নয়, তবুও যেন অপূর্ব ।
এবার আপনার চোখ দুটো আবার ১০ সেকেন্ডের জন্য বন্ধ করুন । যখন চোখ মেলে তাকাবেন একটা দীর্ঘ শ্বাস ফেলুন । চোখ মেলে তাকান লিখা গুলোর দেকে । মন থেকে ভাবুন-
“Attention With Your Humanity ….
Not Only Emotion “
কি পেয়েছেন কি এমন কাউকে ? মিথ্যে না । সত্যি করে বলুন । আমার কাছে বলতে হবে না । শুধু নিজেকে বলুন এবং ভাবুন । কারন পৃথিবীর সব চেয়ে বড় বিচারক হচ্ছে নিজের বিবেক ।
যদি এমন কাউকে সত্যই পেয়ে থাকেন,
তাহলে সেই হচ্ছে আপনার জীবনের সত্যিকারের ভালোবাসা । এ ভালোবাসাকে কখনও হাড়াতে দিবেন না । তাহলে এটাই হবে আপনার জীবনের চরম ব্যর্থতা । যা আপনি হয়তো হাজার বছর সাধনা করলেও পাবেন না ।
আর এর বাইরে যে ভালোবাসা সেটা হচ্ছে কেবল চোখের ভালোবাসা । অথবা লোক দেখানো ভালোবাসা । এছাড়া অনেকে ভালোবাসাটাকে এক ধরনের Game হিসেবে ধরে নেয় । যা আমার কাছে অনুচিত হলেও নিজের কাছে Best Work ! 😛
Remember –
“Love Is Not a Game ,
Love Is a Luck Of Life ….
Any People Can’t Find There-
True Love”
অফস, অনেক পাগলামি করে ফেললাম , ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না,
আর হ্যাঁ,
এই পাগলটাকে ভুলে গেলেও ,
পাগলের কথাটুকু ভুলবেন না যেন ।
Happy Valentine Day 2015
নিজের বানানো Valentine Spacial Android Massanger- DreamLess Massanger Download Now- Free
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)
balo hoise ///