এন্ড্রয়েড ব্যবহার কারীদের জন্য দারুন একটি বাংলাদেশে তৈরী গেমস……….

টন্টি আর মন্টি যমজ দুই ভাইয়ের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে বাংলাদেশের টেলিভিশনগুলোতে। সবখানে তাদের মিল থাকলেও স্বাদের বেলায় যাদের পছন্দ ছিল আলাদা। ট্যাং পাউডার ড্রিংকসের এই বিজ্ঞাপনের চরিত্র এবারে চলে এসেছে এন্ড্রোয়েড গেমে। ‘ফ্রুট ব্যান্ডিট’ (fruit bandit) নামের অ্যাডভেঞ্চারে ভরা এই গেমটি ট্যাংয়ের সহায়তায় ভাবনা ও গল্প তৈরি করে ওগিলভি অ্যান্ড ম্যাথুর বাংলাদেশ। গেমটি তৈরি করেছে স্পিনঅফ স্টুডিও বাংলাদেশ।

 

স্টোরিঃ গেমটিতে দেখা যায় টন্টি আর মন্টি নামের এই দুই ভাই গভীর বনের ভেতরে বেড়াতে যায়। যেখানে মন্টি শিম্পাঞ্জির হাতে অপহূত হয়। আর টন্টি তাকে বাঁচাতে লড়াই করতে থাকে বনের পশুদের সঙ্গে। আম, আনারস, লেবু, কমলা ইত্যাদি ফলমূল দিয়ে পশুরা টন্টিকে আক্রমণ করতে থাকে। টন্টি তার হাতের একমাত্র শক্তি গুলতি দিয়ে প্রতিহত করে। প্রতিহত এসব ফল থেকে জুস তৈরি করে গ্লাস ভরতে থাকে। এভাবেই একেকটি ধাপ অতিক্রম করে টন্টি সামনে এগিয়ে যায় মন্টিকে বাঁচাতে। মোট পাঁচটি ধাপে গেমটি সম্পূর্ণ করা যাবে। প্রতিটি ধাপেই রয়েছে দারুণ সব চ্যালেঞ্জ।

 

Fruit Bandit দেশি গেমটি নিচে থেকে ডাউনলোড করে নিন

Fruit Bandit ।। V.1.1 ।।  37 MB

(গুগল প্লে- একদম ফ্রী!!!)

Download

 

আমার একটা ছোট ব্লগ আছে । আশা করি সবাই একবার ঘুরে আসবেন , আমার ব্লগ এ ।

আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।

 


একই সাথে Techolopo.com এ প্রকাশীত ।

 

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অকেন ভালো লাগলো দেশি গেম দেখে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ভাই কয়েকটা স্ক্রিনশট দিলে ভাল হত.

সবাইকে ধন্যবাদ comment এর জন্য ।

দেশি জিনিশ!!!

ফল গুলোতে ফর্মালিন নাই তো…..হা হা হা।
Nice Post.