প্রসবজনিত কারণে প্রতিবছর ২৯০ জন গর্ভবতী মহিলাকে মৃত্যুর হাত থেকে বাচিয়ে দিতে পারে যে android apps [মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য]

আসসালামু আলাইকুম। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তবে সাবধান হলে আমরা অনেক বিপদ থেকে বেচে যেতে পারি। আজকের টিউন হলো সচেতনতা নিয়ে। তো শুরু করা যাক।

বাংলাদেশে প্রতিবছর গর্ভ ও প্রসবজনিত কারনে ১ লক্ষ মহিলার মধ্যে আনুমানিক ২৯০ জন মহিলা মৃত্যু বরন করেন । আর এ মৃত্যুর অন্যতম কারন হল অজ্ঞতা, মূর্খতা ও অবহেলা ।আর এই ধারনা থেকেই তৈরী করলাম ‍মা ও শিশু বিষয়ক অ্যাপ “ মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য ”। হয়ত অনেকেই বলবেন, ”আমরা ত ইয়ং পোলাপাইন , আমাদের এসব দরকার কি” ??আমি বলব, কোন জ্ঞান-ই ফেলে দেবার মত নয় ।

আমরা সচেতন হলেই দেশটা পাল্টাবে । কখন কোথায় কোন জ্ঞানটা কাজে লেগে যায় , তা বলা যায় না । হয়ত বা আপনার ফ্যামিলি বা পরিচিত কারো এছাড়া নির্দিষ্ট একটা বয়স হলেই সবার এ তথ্য গুলো প্রয়োজন হবে-ই । আমরা যারা শহরে থাকি তারা হয়ত এই সমস্যা কম উপলব্ধি করি কিন্তু বাংলাদেশে অধিকাংশই গ্রাম । আর গ্রামেই এই সমস্যা বেশী দেখা যায়। তার অন্যতম কারন হাসপাল ও অভিজ্ঞ ডাক্তারের অভাব । একটু সচেতন হলেই এই মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।

এটা একটা প্রধান জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার তাদের স্বাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই অ্যাপস এর সমস্ত তথ্য “স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়” এর স্বাস্থ্য অধিদপ্তর কতৃক প্রকাশিত বিভিন্ন ফ্ল্যাশকার্ড (সোনালী আলো) হতে সংগ্রহ করা হয়েছে।

    চলুন দেখে নিই , এই অ্যাপ এ কি কি থাকছে :-

১. প্রসব পূর্ব সেবা
২. নবজাতক সম্পর্কিত
৩. প্রসবজনিত ফিস্টুলা
৪. প্রসব পরবতী সেবা
৫. শিশুর পরিপূরক খাবার
৬. ১-বছরের কম বয়সী শিশু ও ১৫-৪৯ বছর বয়সী মহিলার টিকা
৭. শিশুর ডুবে যাওয়া প্রতিরোধ
৮. নগর স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যক্রম
৯. মোবাইলে স্বাস্থ্যসেবা (মোবাইলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এতে রয়েছে, প্রতি জেলার নগর স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফোন নাম্বার)

এছাড়া, এগুলোর উপর চিত্র-ভিত্তিক বিস্তারিত বর্ননা । যা ,যে কেউ সহজে বুঝতে পারব।

এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।

Developer Profile

Level 2

আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর এবং কাজের।ধন্যবাদ

ধন্যবাদ