আসসালামু আলাইকুম। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তবে সাবধান হলে আমরা অনেক বিপদ থেকে বেচে যেতে পারি। আজকের টিউন হলো সচেতনতা নিয়ে। তো শুরু করা যাক।
বাংলাদেশে প্রতিবছর গর্ভ ও প্রসবজনিত কারনে ১ লক্ষ মহিলার মধ্যে আনুমানিক ২৯০ জন মহিলা মৃত্যু বরন করেন । আর এ মৃত্যুর অন্যতম কারন হল অজ্ঞতা, মূর্খতা ও অবহেলা ।আর এই ধারনা থেকেই তৈরী করলাম মা ও শিশু বিষয়ক অ্যাপ “ মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য ”। হয়ত অনেকেই বলবেন, ”আমরা ত ইয়ং পোলাপাইন , আমাদের এসব দরকার কি” ??আমি বলব, কোন জ্ঞান-ই ফেলে দেবার মত নয় ।
আমরা সচেতন হলেই দেশটা পাল্টাবে । কখন কোথায় কোন জ্ঞানটা কাজে লেগে যায় , তা বলা যায় না । হয়ত বা আপনার ফ্যামিলি বা পরিচিত কারো এছাড়া নির্দিষ্ট একটা বয়স হলেই সবার এ তথ্য গুলো প্রয়োজন হবে-ই । আমরা যারা শহরে থাকি তারা হয়ত এই সমস্যা কম উপলব্ধি করি কিন্তু বাংলাদেশে অধিকাংশই গ্রাম । আর গ্রামেই এই সমস্যা বেশী দেখা যায়। তার অন্যতম কারন হাসপাল ও অভিজ্ঞ ডাক্তারের অভাব । একটু সচেতন হলেই এই মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।
এটা একটা প্রধান জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার তাদের স্বাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই অ্যাপস এর সমস্ত তথ্য “স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়” এর স্বাস্থ্য অধিদপ্তর কতৃক প্রকাশিত বিভিন্ন ফ্ল্যাশকার্ড (সোনালী আলো) হতে সংগ্রহ করা হয়েছে।
আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.
অনেক সুন্দর এবং কাজের।ধন্যবাদ