সবাই কেমন আছেন। আমরা অধিকাংশ লোকই android মোবাইল ইউস করি। কিন্তু আমরা সবাই কি জানি যে, আমরা যে সকল apps android মোবাইলে ইউস করি সেগুলোর মধ্যে অনেক গুলোতে ভাইরাস থাকে কিন্তু আমরা কোন এন্টি ভাইরাস ইউস করিনা। তাই আসুন ফ্রিতে কিছু এন্টি ভাইরাস apps নিয়ে নেই আর মোবাইকে সুরক্ষা করি।
বিঃদ্রঃ- android মোবাইলে ভাইরাস থাকলে চার্জ বেশী কম থাকে ও মোবাইল স্লো হয়ে যায় আরো ইত্যাদি।
আমি মোঃ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি আগে থেকেই AVAST USE করতাম । কিন্তু এটাতে তো কোনো কাজ হয় বলে মনে হয় না ।কারন অটোমেটিক ই আমার ফোলডার ডিলিট হয়ে যাচ্ছে । কি যে করি .