আন্ড্রয়েড এর জন্য তাজবীদ সহ কোরআন শরীফ পড়ার দারুন একটি অ্যাপ ‘AL QURAN WITH TAJWEED ‘

সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি । আজ আমি যে অ্যাপ টি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হল 'AL QURAN WITH TAJWEED ' আপনারা নাম শুনে নিশ্চয় বুঝে গেছেন যে , এটি কোরআন শরীফ পড়ার অ্যাপ । ঠিকই ধরেছেন । এই অ্যাপ এ আপনি তাজবীদ সহ কোরআন শরীফ পড়তে পারবেন । এর সাথে আর একটু জানিয়ে দেই যে, তাজবীদ হল কোরআন শরীফ সঠিকভাবে তিলাওয়াতের নিয়ম । আমরা যারা নন- আরব তাদের জন্য এই তাজবীদ খুবই গুরুত্বপূর্ণ  এবং এর সাহায্যে সহজে শুদ্ধ ভাবে পড়া যায় ।

এই অ্যাপ এ যেসব সুবিধা পাবেন ঃ
১। আন লিমিটেড বুক- মার্ক করে রাখার সুবিধা ।
২। ড্রাগ এবং ড্রপ করে সহজে বুক- মার্ক মুছে ফেলার সুবিধা ।
৩। Pinch করে জুম-ইন এবং জুম-আউট করার সুবিধা ।
৪। Swipe করে পরবর্তী পাতা এবং পূর্ববরতি পাতায় যাওয়ার সুবিধা ।
৫। কোন প্রকার বিজ্ঞাপনের ঝামেলা নেই ।
৬। ইন্টারনেট সংযোগ ছাড়াই, সম্পূর্ণ ভাবে অফলাইনে পড়ার উপযোগী ।
৭। সহজে ব্যাবহার উপযোগী ।
৮। সম্পূর্ণ বিনা-মূল্যে বাবহার যোগ্য ।


সীমাবদ্ধতাঃ
১। সুরার সূচিপত্র থেকে সুরা নির্বাচন করার পর লোড হতে কয়েক সেকেন্ড সময় নেয় । (অবশ্য কিট-ক্যাট বা তারপরের ভার্সন গুলিতে এই সমস্যা নেই )
২। অ্যাপ টি সাইজে একটু বড় , প্রায় ৫০ মেগাবাইটের মত ।

যদি অ্যাপ টি আপনার ভালো লাগে , তাহলে নিচের মিডিয়া- ফায়ার লিঙ্ক হতে সরাসরি Apk ফাইল ডাউনলোড করতে পারবেন ।

মিডিয়া- ফায়ার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এই ধরনের আরও অ্যাপস পেতে এই ফেসবুক পেইজ দেখুন

আগের পোস্ট দেখতে এখানে দেখুন

ধন্যবাদ, আজ এ পর্যন্তই । সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল । আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি garage। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

.আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

ভাই এপটি দারুন হইছে!!! কিন্তু সমস্যা হলো landscape mode পড়া যায়না!!landscape mod হলে অনেক ভাল হতো please আপডেট in landscape mod.

    Level 0

    @shekhalom: ভাই আপনার সু চিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ ।