Android ব্যবহারকারী দের জন্য সুখবর!!!

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন।
আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।
আল-হামদুলিল্লাহ! আমিও ভালো আছি।

এটি আমার চতুর্থ টিউন।
সুতরাং আমার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর কথা বাড়াচ্ছি না...

আপনাদের সবার জানা একটি বিষয়ের আপডেট জানানোর জন্যই আমার এই টিউন।

আপনারা সবাই জানেন যে, ফেসবুক কতৃপক্ষ সম্প্রতি একটি অ্যাপ তৈরি করেছে "Facebook lite" নামে; যার সাহায্যে স্বল্প গতির ইন্টারনেটেও স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যবহার সম্ভব।

কিন্তু এই অ্যাপটি বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল না; যার কারনে নিউজটি জানলেও আপনি ব্যবহার করতে পারেননি।
তাই না?

সুখবর হচ্ছে যে - অ্যাপটি বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আমি ডাউনলোড লিংক দিতে পারছি না, এইজন্য দুঃখ প্রকাশ করছি।

তবে চিন্তার কোনো কারন নেই। আপনি Play Store থেকে খুব সহজেই ছোট্ট এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এইজন্য Play Store এ ঢুকে সার্চ বক্সে টাইপ করুন "Facebook lite" লিখে, এরপর কাঙ্খিত অ্যাপটি ইন্সটল করুন।
আমার কাজ তো শেষ।

এবার আপনার কাজ টিউমেন্টের মাধ্যমে আমাকে মতামত কিংবা পরামর্শ জানানো।

আমাকে ফেসবুকে পাবেন এই ঠিকানায় --
http://www.facebook.com/arif.h.shahin


সবার জন্য শুভ কামনা রইল।

[একটি কথা জানিয়ে রাখছি, পূর্বে এই বিষয়ে যে টিউনটি প্রকাশিত হয়েছিল; তখন আমি অ্যাপটি ডাউনলোড করতে পারিনি। শুধু আমি নয় কেউই পারেনি। কারন, তখন এটি বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল না।]

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফিজ!

Level 0

আমি আরিফ হোসেন শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Very Sensitive..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই বিষয়ে ইতিপূর্বেও টিউন হয়েছে

    কিন্তু পূর্বের টিউন প্রকাশ হওয়ার পরেও অ্যাপটি বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল না। আমিও নিজে চেক করেছিলাম।

    Level 0

    @মোঃ মাসুদ রানা: ইতিপূর্বের টিউনের পরেও এটি বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল না। আমি প্লেস্টোর থেকে সরাসরি এমনকি ক্রোম ব্রাউজার থেকে যেয়েও ডাউনলোড করতে পারিনি। আজকে পারলাম। যদিও এপ্ টা তেমন ভাল না। বাংলা ফ্রন্টগুলো ভেঙে চুরে আসে।

[w w w. ]play.google.com/store/apps/details?id=com.facebook.lite

Level 2

এই এপ এ এড এর জন্ত্রনা

১০ দিন আগে থেকেই ব্যবহার করতে শুরু করেছিলাম। কিন্তু বাংলা ফন্টগুলো ভেঙ্গে ভেঙ্গে যাবার কারণে নিরুৎসাহিত বোধ করছি!!!! 🙁 🙁 🙁

ফালতু একটা এপ। এর চাইতে অপেরাই ভাল।অরিজিনাল fb app এর কোন কাজই এটাতে করা যায় না।

@manikmim: মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ!

@শাহরিয়ার সামাদ: আপনার সাথে আমিও একমত।

মতামত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।
অ্যাপটি আমার কাছেও খুব একটা ভালো লাগেনি।

@মোঃ মাসুদ রানা: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে, সবার জানা একটি বিষয়ে টিউনটি।

Level 0

বাংলা ফন্ট সাপোর্ট না করায় অ্যাপ টি জনপ্রিয় হবে না।

আরে ভাই,, ,আপনি কি এতদিন ঘুমিয়ে ছিলেন??

অনেক দিন ধরেই use করছি, ১৫ দিন

@an2mandal: hmm, fully support kore na, vanga vanga. Java app er moto. Thanks for your Tumment.

@মানজুর রশীদ: sorry vai, ami koek-din aage o play store a available pacchilam na app ti.
Thanks for your Tumment.

@সোহাগ আব্দুল্লাহ্: bujhlam na vai, ami koek-din aage o play store a app ti available pai ni.
Aftet all, thanks for your Tumment.

ভাইরে বাংলা ফন্ট ভাঙা ভাঙা আসে আর Fb Id তে loging approval on করা আছে যার, কিন্তু এই অ্যাপে approval code দিয়ে loging করা যায়না।

@প্রযুক্তি প্রেমি মন: Thanks for your Tumment!
App ti amar kache o valo lageni.

problem was solved by Facebook.