আসসালামু আলাইকুম বন্ধুরা। আর আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ্র রহমতে বেশ ভালো আছি।
যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য নিয়ে আসলাম আজ কিছু পেইড+ফ্রী আইকন প্যাক।
এন্ড্রয়েড ফোন ব্যবহারের একটি মজার বিষয় হল কাস্টমাইজেশন যা অন্য কোন অপারেটিং সিস্টেম এ নেই। আর আমি মনে করি এই কাস্টমাইজেশন এর জন্যেই এন্ড্রয়েড বেশ জনপ্রিয়। এন্ড্রয়েড এর এই কাস্টমাইজেশন আমরা করে থাকি বিভিন্ন লাঞ্চার(Launcher) বা আইকন প্যাক(Icon Pack) ব্যবহার করে। আর এসব কিছু প্লে স্টোরে পাওয়া যায়। কিছু কিছু ফ্রী আবার কিছু পেইড। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু পেইড আইকন প্যাক। নিচে থেকে পচন্দমত ডাউনলোড করে নিয়ে আমার এন্ড্রয়েডকে মনের মত সাজিয়ে নিন।
কল ব্লক করার জন্য আমি যে এপ্সটির কথা সবসময় বলি সেটি হল BlackList Pro। এটি আমার কাছে সব সময় সেরা মনে হয়। তাই সেরা বলে দাবি করি। যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তারা অপরিচিত নাম্বার বা বিরক্তকারী কলারদের সম্মুখীন হন না এ কথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই বিরক্তকারী কলারদের ভুক্তভূগি। তবে এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা আছে আর সেটি হল কল ব্লক (Call Block)। সব মোবাইল অপারেটরদের এটি একটি পেইড সার্ভিস। তবে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা একটি এপ্স ব্যবহার করে এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারেন। আর এই এপ্সটি হল BlackList Pro যদিও এটি একটি পেইড এপ্স। তবে সমস্যা নেই। আপনি এই এপ্সটি ফ্রীই ডাউনলোড করতে পারবেন।
আরও বিস্তারিত পড়ুনঃ বিরক্তকারী কলারদের ব্লক করুন শ্রেষ্ট উপায়ে। [এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য]
বিশেষ দ্রষ্টব্যঃ এখানে যা দিলাম সব লেটেষ্ট ভার্সনই দিলাম। এবং ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক। আর এখানে গুগল প্লে লিঙ্ক দেওয়া হয়েছে এপ্স সম্পর্কে বিস্তারিত জানার জন্যে।
সৌজন্যেঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
জব্বর জিনিস দিলেন রে ভাই 🙂