চলুন দেখে আসি কল ব্লকিং এর জন্য সেরা ৫ টি এন্ড্রয়েড আপ্লিকেশন!

আমরা যারা ফোন ব্যাবহার করি তাদের জন্য একটা খুবী বড় একটা সমস্যা হল অবাঞ্ছিত ইনকামিং কল এবং টেক্সট ম্যাসেজ। জানা কিংবা অজানা ব্যক্তির থেকে অবাঞ্ছিত ইনকামিং কল  ও টেক্সট বার্তার সম্মুখীন হওয়া খুবই বিরক্তিকর। বিভিন্ন সময়  প্রাক্তন ভালবাসার ব্যাক্তি, টেলিমারকেটার, বিরক্তিকর বন্ধু এবং অজানা নাম্বার আপনাকে কল অথাবা ম্যাসেজ দিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করছে। এইসব বিরক্তিকর অবাঞ্ছিত ফোন কল এবং টেক্সট ম্যাসেজ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে। যার মাধ্যমে আপনি সহজেই খুব সহজে অবাঞ্ছিত ইনকামিং কল এবং টেক্সট ম্যাসেজ কে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দিতে পারেন। আজ আপনাদের সামনে কল ব্লকের জন্য ৫ টি এন্ড্রয়েড আপ্লিকেশন দেখব।  এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। তাহলে চলুন দেখে আসি কল ব্লকিং এর জন্য সেরা ৫ টি এন্ড্রয়েড আপ্লিকেশন।

ট্রু কলার

ট্রু কলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সহজেই বিরক্তিকর ও অবাঞ্ছিত ইনকামিং কল এবং টেক্সট ম্যাসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দিতে পারবেন। ট্রু কলার ব্যাবহার করে আপনি যে কোন নাম্বার ব্লক করতে পারবেন, স্থানীয় বা বিশ্বের যে কোন স্প্যামারকে অনুসন্ধান করতে পারেন, ব্যক্তিগত ও অজানা কল ব্লক করতে পারবেন, যে কোন ফোন এরিয়া কোড ব্লক করতে পারবেন, ল্যান্ড লাইন, টেলিমারকেটার ও লুকআপ মোবাইল নাম্বারকে ব্লক করতে পারবেন। এখান থেকে ডাউনলোড।

মিঃ নাম্বার

মিঃ নাম্বার যে কোন নাম্বারকে ব্লক করার জন্য খুবি শক্তিশালী এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন। নির্দিষ্ট কোন এরিয়া এবং সমগ্র বিশ্ব থেকে প্রতি পরিচিতি অথবা অপরিচিত নাম্বরকে ব্লক করতে পারবেন. এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কল আহ্বানকারী  সম্পর্কে সমস্ত তথ্য পেতে পাবেন, যাতে করে কল ধরার আগে আপনি তার সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে তাকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দিতে পারেন। মিঃ নাম্বারে আপনি যা করতে পারবেন তা হল যে কোন এরিয়া কোড ব্লক করতে পারবেন, সহজেই স্প্যাম কল এবং টেক্সট ম্যাসেজ ব্লক করতে পারবেন। কলারের ইতিহাস চেক করতে পারবেন,  অন্যান্য ব্যবহারকারীদের স্প্যাম কল সম্পর্কে সতর্ক.করার জন্য রিপোর্ট করতে পারবেন এবং স্প্যাম কলারের কাছে ভয়েস মেইল পাঠাতে পারবেন। এখান থেকে ডাউনলোড।

কল ব্ল্যাকলিস্ট

কল ব্ল্যাকলিস্ট এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন বিশ্বের যে কোন নাম্বারকে মুহূর্তের মধ্য ব্লক করে দিতে পারে। স্প্যাম কলারদের শায়েস্তা করার জন্য এই অ্যাপ্লিকেশন খুবই প্রয়োজনীয়। কল ব্ল্যাকলিস্ট অ্যাপ্লিকেশন ব্যাবহার করে আপনি খুব সহজেই ম্যাসেজ লগ থেকে, কন্টাক নাম্বার থেকে, কল লগ থেকে এবং ম্যানুয়ালি ভাবে কল ব্ল্যাকলিস্ট সংযুক্ত করতে পারবেন। আপনি ইচ্ছা করলে যে কোন নাম্বারকে ব্লক করে দিতে পারেন। এখান থেকে ডাউনলোড

কল কন্ট্রোলার

স্প্যামার কলারকে ব্লক করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত অ্যাপ্লিকেশন হল কল কন্ট্রোলার। আপনি এই অ্যাপ্লিকেশন ব্যাবহার করে লোকাল এরিয়া কোড ব্লক করে দিতে পারবেন, স্প্যামার কল এবং তাদের সকল কার্যক্রম ব্লক করতে পারবেন, স্প্যামার কলারের সম্পর্কে অন্যদেরকে সতর্ক করে দিতে ও স্প্যামার কলের সম্পর্কে রিপোর্ট দিতে পারবেন এবং স্প্যাম কলারকে ভয়েস মেইল পাঠাতে পারবেন. এখান থেকে ডাউনলোড

কল অ্যাপ

কল অ্যাপ আপনাকে অফুরন্ত কল ব্লক করার জন্য অনুমতি দিবে। ব্যাবহারকারিদের কাছে কল অ্যাপ খুবই জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোন ইনকামিং কল, এসএমএস /এমএম এস কে ব্লক করে দিতে পারবেন এবং কল রিচিভ করার আগে কল আহ্বানকারী  সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। আপনি সহজে সব প্রধান সামাজিক নেটওয়ার্কে আপনার সমস্ত যোগাযোগের তথ্য  আপডেট করতে পারবেন ফলে আপনি সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আপনার কন্টাক্ট লিস্ট দেখতে পারেন।  এখান থেকে ডাউনলোড

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আশা করি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস