আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।আমি ও ভালো আছি।ধরুন চোর আপনার বাসাই এসেছে চুরি করতে।বা আপনি গুমিয়ে রয়েছেন।এর মধ্যে আপনার ফোন যেই নিতে যাবে সাতে সাতে ফোন বেজে উঠবে।
আজ আমি আপনাদের মাঝে যেই সফটওয়্যার টি শেয়ার করব সেটা হল এমন একটা সফটওয়্যার যেই সফটওয়্যার টি Active করে রেখে দিলে ফোনে কেও হাত দিলে বেজে উঠবে।
সফটওয়্যার টি প্রথমে ডাউনলোড করুন
সফটওয়্যার টি ডাউনলোড করুন এই সাইট থখে
ডাউনলোড করে ইন্সটল করুন।তারপর একটা স্কীন আসবে সেখানে Active বাটনে ক্লিক করে ফোনেটি রেখে দিন।এবং ফোন টি ধরুন এবার দেখুন যে ফোনটি বেজে উঠেছে।গুমানোর আগে Active করে রাখুন।
দেখা হবে আগামী পোস্ট এ ভালো থাকুন।
আর আমার জন্য দোয়া করুন আমি যেন আরও ভালো পোস্ট আপনাদেরকে উপহার দিতে পারি।
ফেসবুক এ আমি
আল্লাহ হাফেজ।
আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
its a fun