নিজের ও পরিবারের পুরনো ছবি আছে নিশ্চয়ই। এগুলো সংরক্ষণের দারুণ ব্যবস্থা করেছে অ্যাপটি। তাই এগুলো নষ্ট হওয়ার আগেই এই অ্যাপটির সুবিধা নিয়ে নিতে পারেন। স্রেফ ছবিটিকে মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নিন এবং এই অ্যাপের ‘হেয়ারলুম (Heirloom)’ পদ্ধতির মাধ্যমে সহজেই ছবিটি সংরক্ষিত হবে। ছবির কাজ হয়ে গেলে তা সহজেই ফেসবুক বা টুইটার বা অন্য কোনো সাইটে তুলে দিতে পারবেন।
আমি ব্লগার সাদাফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানের অন্তর্ভূক্ত। (সূরা হা-মীম আস-সাজদা: ৩৩)
আপনার লিংকে ঢুকতে গেলে অন্য সাইটে নিয়ে যায়। হতে পারে সেটা আপনার সাইট এবং এখানে সেটার বিজ্ঞাপন দিলেন। কিন্তু ভাই মনে রাখবেন টেকটিউনস এরকম আবাল পোষ্টের জায়গা নয় এখানে মানুষ কিছু শিখতে আসে। আশা করি পাঠকদের সময় এবং টাকার মুল্য দেবেন।
আর আপনার ঐ সাইটেও যে ডাউনলোড লিংক টা দিলেন প্লেস্টোরের, ভাইরে এইটা বাংলাদেশ। লার্জ ফিগারের জনগন ডাইরেক্ট এপকে ফাইল চায়। আমার নিজের ক্ষেত্রেও একই।
আশা করি আপনার কাছ থেকে মানসম্পন্ন কিছু পোষ্ট পাব।