ছবি স্ক্যান এবং সংরক্ষণ করার দারুন একটি অ্যাড্রয়েড আ্যপ

HeirloomApp4

নিজের ও পরিবারের পুরনো ছবি আছে নিশ্চয়ই। এগুলো সংরক্ষণের দারুণ ব্যবস্থা করেছে অ্যাপটি। তাই এগুলো নষ্ট হওয়ার আগেই এই অ্যাপটির সুবিধা নিয়ে নিতে পারেন। স্রেফ ছবিটিকে মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নিন এবং এই অ্যাপের ‘হেয়ারলুম (Heirloom)’ পদ্ধতির মাধ্যমে সহজেই ছবিটি সংরক্ষিত হবে। ছবির কাজ হয়ে গেলে তা সহজেই ফেসবুক বা টুইটার বা অন্য কোনো সাইটে তুলে দিতে পারবেন।

Download

সৌজন্যে: devscircle.com

Level New

আমি ব্লগার সাদাফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানের অন্তর্ভূক্ত। (সূরা হা-মীম আস-সাজদা: ৩৩)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লিংকে ঢুকতে গেলে অন্য সাইটে নিয়ে যায়। হতে পারে সেটা আপনার সাইট এবং এখানে সেটার বিজ্ঞাপন দিলেন। কিন্তু ভাই মনে রাখবেন টেকটিউনস এরকম আবাল পোষ্টের জায়গা নয় এখানে মানুষ কিছু শিখতে আসে। আশা করি পাঠকদের সময় এবং টাকার মুল্য দেবেন।

আর আপনার ঐ সাইটেও যে ডাউনলোড লিংক টা দিলেন প্লেস্টোরের, ভাইরে এইটা বাংলাদেশ। লার্জ ফিগারের জনগন ডাইরেক্ট এপকে ফাইল চায়। আমার নিজের ক্ষেত্রেও একই।

আশা করি আপনার কাছ থেকে মানসম্পন্ন কিছু পোষ্ট পাব।

    @অনিক হাসান: আমার সাইটের লিংক দিয়েছি সেটা হয়ত ঠিক করি নাই; আমি সেটা মুচে দিয়েছে। কিন্তু আবাল পোষ্ট এর মানে টা বুঝতে পারি নাই; একটু বুঝিয়ে বলবেন। টেকটিউনস কি পোষ্ট এর জায়গা সেটা আমার ঠিকই জানা আছে। আর পোষ্ট টা ভাল না লাগলে ডাউনলোড লিংকে ক্লিক করলেন কেন সেটা জানালে খুশি হব। আর 700+ হিট হয়েছে তো আপনার মত বলিষ্ঠ পাঠকদের কাছ থেকে। আপনার ভাল লাগলে আপনি সরাসরি এপকে লিংক দেন; আমার মনে হয় পাঠকদের প্লেস্টোরের লিংক দিলে সেখানে পাঠক ফাইলটি সম্পর্কে আরো ধারনা পাবে। আর লার্জ ফিগারের জনগন এর পক্ষ থেকে শুধুমাত্র আপনার অভিযোগ এবং পারমর্শের জন্য ধন্যবাদ.

ডাউনলোড করে নিচ্ছি। আশাকরি কাজে দিবে।

Level 0

খুব কাজের এপস যারা পিসি দিয়ে ডাউনলোড করতে পারেন নাই এখান থেকে ডাউনলোড করুন http://okfiles.net/file/05Olo