আসসলামু আলাইকুম । আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন । অ্যান্ড্রয়েড গেমের OBB Data খুব সহজেই আপনার মেমরি কার্ডে রাখুন । আমাদের অনেকের অ্যান্ড্রয়েড মোবাইলের ফোন মেমরিতে জায়গা না থাকায় অনেক গেম ইন্সটল দিতে পারি না । অথবা করতে পারলেও তা অনেক ঝামেলার । আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি রুট করা থাকলে সহজেই গেমের OBB Data মেমরি কার্ডে রাখতে পারবেন । যদি মোবাইল্টি রুট করা না থাকে রুট করুন । রুট করার পর প্ররহমে এখান থেকে Xposed Installer ডাউনলোড করে নিন । তারপর এখান থেকে Obb On SD ডাউনলোড করে নিন । ডাউনলোড হয়ে গেলে Xposed Installer টি ওপেন করুন । Framework ওপেন করুন এরপর Install/Update এ ক্লিক করুন ফোনটি রিবুট হবে ।
এখন Obb On SD অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন । ইন্সটল হলে আবার Xposed Installer টি ওপেন করুন এবার Modules ক্লিক করেন Obb On SD এর ডান পাশে টিকমার্ক দিন এবং মোবাইলটি রিবুট করুন ।
এখন যাথা নিয়মে অর্থাৎ SD Card এর Android/Obb ফোল্ডারে গেমের OBB ফাইলটি রাখুন । আর খেলুন আনলিমিটেড গেম ।
পূর্বে প্রকাশিত এখানে
ভাল থাকবেন । আল্লাহ হাফেজ
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
kajer post