আমার ডেভেলপ করা আরেকটি এন্ড্রয়েড অ্যাপ : “Depression Checker Bangla v.1.0.1” (অ্যাপ আপডেট)

"বিস্‌মিল্লাহুর্‌ রাহ্‌মানির রাহিম"

কিছুদিন ধরে কম্পিউটারের কাজের (বিশেষ করে কোডিং নিয়ে) কোন প্রাকটিস হচ্ছিল না। ভুলেই যাবো এমন ভেবে আবার প্রাকটিস শুরু করলাম। আর তাই এই অ্যাপটি ডেভেলপ করলাম। অ্যাপটির নাম ‘ডিপ্রেশন চেকার বাংলা’। এটি একটি এন্ড্রয়েড অ্যাপ, যা আমার ফোনে এন্ড্রয়েড ৪.২ ভার্সনে ভালো মতই কাজ করে।

অ্যাপটির কাজ হচ্ছে, স্ক্রিনে একটির পর একটি প্রশ্ন আসবে যার উত্তর শুধুমাত্র ‘হ্যাঁ’ বা ‘না’ তে দিতে হবে। এমন সর্বমোট ৯ টি প্রশ্ন আসবে (আমি এই তথ্যগুলো পেয়েছি পত্রিকা থেকে, ইন্টারনেটও দেখেছি)। ব্যবহারকারীর উত্তরগুলোর উপর ভিত্তি করে ফলাফল আসবে। এতে ব্যবহারকারী জানতে পারবে সে আসলেই বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে কিনা। খুবই সিম্পল।

ফিচারসমূহ :

১. সিম্পল ডিজাইন।

২. ‘Move to SD Card’ সাপোর্টে-ড।

রিকোয়ারমেন্টস :

১. একটি এন্ড্রয়েড ডিভাইস যাতে বাংলা ইউনিকোড সাপোর্ট করে।

Dropbox ডাউন-লোড লিংক : https://www.dropbox.com/sh/gctglhwgoeogbs2/AAC2rI8TKjj_5mG6NmeqmIvYa?dl=0

উপরের লিংক হতে ‘DepressionCheckerBN.apk’ (APK) ফাইলটিতে ক্লিক করার পর Download বাটনটিতে ক্লিক করে ফাইলটি আপনার ডিভাইসটিতে ডাউন-লোড করে নিন।

আপডেট :

১. ছোটখাটো সমস্যা দূরা করার চেষ্টা।

২. বিষণ্ণতা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা।

৩. Close/Exit বাটন যুক্ত করা হয়েছে।

 

ভালো লাগলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। এই টিউনটি আমার ব্লগের যেখানে করা হয়েছে : http://blog.alinsworld.com/archives/2461

আমার এমন আরেকটি টিউন : আমার ডেভেলপ করা এন্ড্রয়েড অ্যাপ : “Vegetable Power Bangla 1.0.1” (আপডেট)

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এপ্লিকেশনটি দিয়ে আমাদের কি উপকার হবে???

    @হ্যারি: সব কিছু তো উপকার এর জন্য করে না। এটা আমার কাজটাকে শুধুমাত্র শেয়ার করলাম আর কিছু না। আর আশা করি এতে কোনো অপকারও হবে না। 🙂

@এলিন: via apner phone number daua jaby?