নাম ভুলে গেল অসুবিধা নাই; মনে করিয়ে দেবে অ্যান্ড্রয়েড অ্যাপ

text729-620x349
যারা মানুষের নাম মনে রাখতে পারেন না অথবা নাম ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে তাদের সমাধানেও এগিয়ে এসেছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। আর 'হিউমিন (Humin)' নামের সেই অ্যাপটি এ বছরের অনতম সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বলে মত দিয়েছেন এক বিশেষজ্ঞ।
হিউমিন মূলত ডিজিটাল পারসোনাল অ্যাসিস্টেন্ট যা আপনাকে কোনো মানুষের নাম মনে করিয়ে দেওয়ার জন্যে বিশেষজ্ঞ। ভুলে যাওয়া নাম মনে করিয়ে দিতে অ্যাপটি খুঁটিনাটি নানা তথ্য তুলে ধরবে। যেমন, মানুষটি কোথায় থাকেন অথবা কবে ইমেইল করা হয়েছিল ইত্যাদি।
কোনো অনুষ্ঠানে বা অন্য কোথাও কারো সঙ্গে পরিচয় হলে তার নাম ও নম্বর হিউমিন-এ যোগ করুন। এরপর জাদু দেখাবে অ্যাপ। এটি ওই মানুষটি সম্পর্কে প্রচুর তথ্য নিজেই সংরক্ষণ করতে থাকবে।
পরে আবার তার নামটি মনে করতে চাইলে হিউমিন-এ গিয়ে মানুষটি সম্পর্কে যেকোনো একটি 'তথ্যসূত্র' লিখে সার্চ করতে হবে। যেমন- গত সপ্তাহে দেখা হয়েছিল বা কোন স্থানে থাকেন বা কোথায় চাকরি করেন ইত্যাদি। একটি তথ্যসূত্রে অনেকজন যুক্ত থাকলে সবাইকেই বের করে আনবে হিউমিন।
আবার আপনি যখন যেখানে যাচ্ছেন, তার আশপাশে আপনার পরিচিতদের কে কে রয়েছেন তাও দেখাবে হিউমিন।
অ্যাপটির মাধ্যমে কল করা যাবে এবং ভয়েসমেইলও পাঠানো যাবে। আর সব মিলিয়ে সংশ্লিষ্ট সব ধরনের কাজই করা যাবে হিউমিন।
হিউমিন এর আরেকটি ভালো বিষয় হলো, অ্যাপটি নিজের পছন্দের অ্যাপ দিয়েই মেসেজ পাঠানো বা কল করাতে বাধা দেয় না।
বর্তমানে কানাডা এবং ইউরোপে বেশ জনপ্রিয় হয়ে উঠছে হিউমিন।
সূত্র : বিজনেস ইনসাইডার

সৌজন্যে: Devscircle.com

Level New

আমি ব্লগার সাদাফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানের অন্তর্ভূক্ত। (সূরা হা-মীম আস-সাজদা: ৩৩)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাম ভুলে যাউয়াটা আমার অন্নতম একটি স্বভাব। দেখা যাক অ্যাপটি কাজে আসে কিনা।

Google play theke Download hoy na.Direct kuno Link thakle Diye upokrito korbn

ভালোই তো

ভালই