আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমার প্রথম অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন আল আস্মাউল হুসনা (Al Asmaul Husna Bangla)।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। সে ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেনঃ
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
“আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তোমরা তাঁকে ডাক। (সূরা আরাফঃ ১৮০) আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إلاَّ واَحِداً مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ
“আল্লাহ তায়ালার এমন নিরানব্বইটি (এক কম একশ) নাম রয়েছে, যে উহা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারী ও মুসলিম)
হাদীছে যে বলা হয়েছে: “যে ব্যক্তি উহা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে।”
এর অর্থ হচ্ছে:
(১) শব্দ ও সংখ্যা সমূহ গণনা করা।
(২) উহার অর্থ ও তাৎপর্য অনুধাবন করা, তার প্রতি ঈমান রাখা ও সে অনুযায়ী আমল করা। যেমন: الْحَكِيمُ মহা বিজ্ঞ। বান্দা যখন নিজের যাবতীয় বিষয় তাঁর কাছে সমর্পণ করবে তখনই এ নামের উপর আমল হবে। কেননা সকল বিষয় তাঁরই হেকমত ও পাণ্ডিত্যেই হয়ে থাকে। বান্দা যখন বলবে الْقُدُّوسُ বা মহা পবিত্র, তখন অন্তরে অনুভব করবে যে, তিনি যাবতীয় দোষ-ত্র“টি থেকে পূত পবিত্র।
(৩) নামসমূহ উল্লেখ করে দুআ করা।
Al Asmaul Husna Bangla এপস টির কিছু স্ক্রিনশটঃ
আল্লাহ তায়লার পবিত্র নাম থেকে যা বুঝা যায় যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সকল গুণের অধিকারী। মহান আল্লাহ সকল ক্ষমতার মালিক। তিনিই জীবন দাতা, তিনিই মরণ দাতা, তিনিই রিযিক দাতা, তিনিই অজস্র নিয়ামত দাতা। আমরা একমাত্র সেই মহান আল্লাহ তায়ালার কাছেই শরণাপন্ন হবো। ইনশা আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ইহকাল জীবন ও পরকাল জীবন, উভয় জীবন ভাল করে দিবেন।
আপনারা চাইলে Al Asmaul Husna Bangla অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
গুগল প্লে স্টোর ডাউনলোড লিঙ্কঃ Al Asmaul Husna (Bangla) - Android Apps on Google Play
আর হ্যাঁ আমার পক্ষে এটা খুব সহজ ছিল না যে গুগল প্লে স্টোর এ পাবলিশ করা।কারণ আমার কাছে ২৫ ডলার রেজিষ্ট্রেশন ফি, ক্রেডিট কার্ড কোন টাই ছিল না। মুন্না ভাই এর আন্তরিকতায় গুগল প্লে স্টোরে একটি একাউন্ট করে দেন। মুন্না ভাই আপনার জন্যে রইল অনেক শুভ কামনা, আমাকে গুগল প্লে স্টোর প্লাটফরম এ জায়াগা করে নিতে সহায়তা করার জন্যে।
ইনশা আল্লাহ, আমাদের পরবর্তী এপস গুলো সরাসরি গুগল প্লে স্টোরে পাবলিশ করা হবে।
গুগল প্লে স্টোর এ সাবমিট কৃত এপস গুলোতে আপনাদের রিভিউ আশা করছি, এতে করে কোন ক্রুটি পরিলক্ষিত হলে শুধরিয়ে নিতে সাহায্য করবে। এবং ভাল মতামত যা আমাদের আরও ভাল ও আরও অনেক এপস নিয়ে কাজ করতে সাহায্য করবে।
সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভাল থাকুন আপনার সবাই, সব সময়।
আমি Love Bdsobuj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।