আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি।প্রতিদিন কতই না নিত্যনতুন এপ্লিকেশনের সাথে পরিচিত হই।আমিও প্রতিদিন অনেক এপ ইন্সটল করি।কিছু এপ খুবি ভালো আবার কিছু এপ জঘন্য।তাই ভাবলাম,ভালো এপ গুলো নিয়ে আমি লিখতে পারি।তাই আমার এই লেখা।
এইটা আমার প্রথম পোষ্ট।তাই প্রথমেই খুব ভালো একটা কর্মো সম্পাদন এপ নিয়ে লেখলাম।আপনারা টু ডু লিস্ট বা এনি ডু এপ সম্পরকে জানেন।এরা প্রতিদিনের কাজ গুলো নোট করে রাখে এবং সময় মত মনে করিয়ে দেয়।ঠিক এইরকমি একটি এপ,কিন্তু খুব সুন্দর ডিজাইন ও আরও অনেক ফিচার সমৃদ্ধ একটি এপ,নাম ওয়ান্ডারলিস্ট (wunderlist)। এপ টা অন্য সব এপ থেকে আলাদা।আপনি আপনা ডেইলি কাজ গুলো কে এই এপ এ আপ্নার পছন্দ অনুযায়ী লিস্ট এ টাস্ক হিসেবে রাখতে পারবেন।আপনি আপনার ইচ্ছে অনুযায়ি লিস্ট তৈরিও করতে পারবেন।সাথে পাবেন খুব ভাল মানের রিমাইন্ডার। আরো অনেক ধরনের ফিচার আপনি পাবেন।এই এপ টার প্রিমিয়াম ভার্সন আছে।তবে আমার মতে ফ্রি ভার্সন টাই এনাফ।এপ টি যে কোন ফোনের এপ স্টোর এ সার্চ করলেই পাবেন।
আমি আসিফ ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি any do ব্যাবহার করি।ওইটাই এনাফ