অ্যান্ড্রয়েড অ্যাপ এবং প্রাইভেট ফাইল লক করার সেরা অ্যাপ LockDown Pro (ভিডিও টিউটোরিয়াল)

যারা অ্যান্ড্রয়েড ব্যাবহার করেন তাদের প্রায় সবাই লকার ইউস করেন। অ্যাপ কিংবা পিকচার, ভিডিও এসব লক করার অনেক অ্যাপ আছে কিন্তু Lockdown Pro টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Kl0xtmH6jQa76UJWPkSGcE7MceQIHVRc3605YaLDv8YDZuSHQ8lNEn8a1S1XjGTm9FU=h900

অ্যাপটির অনেকগুলো ফিচার আছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অ্যাপ লক করে ফেইক মেসেজ অ্যাড করে দিতে পারবেন। প্রাইভেট ভিডিও কিংবা ছবি লোকালে গ্যালারী/ভিডিও প্লেয়ার/ফাইল ম্যানেজারে দেখাবে না। লক খুলে সেই ভিডিও কিংবা পিকচার দেখতে হবে।

lockdown pro app and file lock (2)

আপনার মোবাইলের সর্বমোট অ্যাপের সংখ্যা দেখাবে এবং কয়টা অ্যাপ লক করা হয়েছে সেটাও দেখাবে। নির্দিষ্ট একটা অ্যাপে টাচ করলেই সেটি লক হবে। চেপে ধরে রাখলে ফেইক মেসেজ চালো হবে (এর জন্য আগে সেটিং থেকে ফেইক মেসেজ অপশন অন করতে হবে।)

lockdown pro app and file lock (1)

দেখতে অনেক সুন্দর এবং আপনি ইচ্ছা করলে আর থিম ডাউনলোড করতে পারবেন। প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিয়ে মাস্টর লকটি চালাতে পারবেন।

lockdown pro app and file lock (8)

নির্দিষ্ট কোন ডিভাইসএর সাথে ব্লুটুথ কানেক্ট থাকলে লক লাগবে না। অথবা নির্দিষ্ট কোন ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকলে লক লাগবে কিংবা লাগবে না এরকম করতে পারবেন। এতে করে আপনি যখন বাসায় থাকবেন আর আপনার নিজের ওয়াইফাই কানেক্ট থাকলে লক হবে না এরকম সুবিধা পাবেন।

lockdown pro app and file lock (3) lockdown pro app and file lock (4) lockdown pro app and file lock (5) lockdown pro app and file lock (7)

সব মিলিয়ে অ্যাপটি আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন। সাইজ মাত্র ৬ এমবি।

ইচ্ছা করলে ভিডিও টিউটরিয়াল দেখতে পারেন।

ডাউনলোড লিঙ্ক ১

ডাউনলোড লিঙ্ক ২

প্রথম লিঙ্কটা কাজ না করলে দ্বিতীয় টা ব্যাবহার করুন।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই মন্তব্যে জানাবেন। আর সাথে থাকবেন সবসময় 🙂

আগে আমার সাইটে প্রকাশিত।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার একটা এপ্স , ধন্যবাদ