-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
টিউনটির শুরুতেই বলে রাখছি এটা কেবল মজা করার জন্য। কাউকে মিস কল দিয়ে বিরক্ত করা আমার টিউনের উদ্দেশ্য নয়। যাহোক এবার কাজের কথায় আসি, মোবাইল ফোন কম্পানিগুলো যখন বাংলাদেশে নতুন আসে তখন মানুষের মাঝে মিস কল দেওয়ার একটা বাতিক ছিল। অনেকেই বলতো মিস কল না দিলে মিস করা হয়না। আপনি যে কাউকে মিস করছেন সেটা নাকি মিস কল দিয়ে প্রকাশ করতে হবে! কতোবার যে সেই কাঙ্খিত মিস কল দিতে গিয়ে ধরা খেয়েছি তার কোন ইয়াত্তা নেই। আমার জানা মতে এখন কেউ কাউকে মিস করলে মিস কল অন্তত প্রকাশ করেনা। তবে কেউ যদি স্রেফ মজা করার জন্য কাউকে ছোট্ট ছোট্ট মিস কল দিতে চান তাহলে আমার টিউনটি আপনার জন্যই। চলুন তাহলে শুরু করি।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটার প্রো ভার্সন আপনাদেরকে দিতে পারলাম না বলে। যাহোক ডাউনলোড শুরু করার আগে আপনাদের বলে দেই এই এপসটির অল্প কিছু সুবিধা সম্পর্কে।
এবার তাহলে কিছু স্ক্রিন শট দেখে নিন।
এবার আপনাদের প্রত্যাশিত ডাউনলোডের পালা। খুবই ছোট একটি এপস। তাই ডাউনলোড করতে কষ্ট হবেনা। নিচের ডাউনলোড লিংক থেকে এপসটির ফ্রি ভার্সন ডাউনলোড করে নিন। কারো কাছে যদি প্রো ভার্সনটা থেকে থাকে তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি।
টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
jotil……….. assa vi emon software ase je ek click e eki no e 100 sms send hobe……….