লুফে নিন My Talking Tom এর অফলাইন ভার্সন আর আস্ত বেড়ালছানা পুশুন মোবাইলে।

আমার টিউন সমূহ... ১। মাত্র ২ টাকাতে তৈরি করুন আপনার মোবাইল এর ব্যাক-কভার Back Cover

২। ফ্রীতে 3G স্পীড এ ডাউনলোড করুন আনলিমিটেড ভিডিও,অডিও,অ্যাপ,গেম ইত্যাদি Whatsapp দিয়ে।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমরা যারা এন্ড্রয়েড ব্যাবহার করেছি তাদের মদ্ধে কেউ টকিং টম এর সাথে মজা করেনি এমন ব্যক্তি খুজে পাউয়া কষ্টকর। সম্প্রতি রিলিজ হয়েছে Talking Tom এর নুতুন ভার্সন My Talking Tom এখানে সুধু মজা নয় আপনাকে আস্ত একটা বেড়াল ছানার দেখাশুনো করতে হবে তাকে খাউয়াতে হবে, বাথরুমে নিয়ে যেতে হবে, গোসল করাতে হবে, ঘুম পারাতে হবে এবং তার সাথে খেলা করতে হবে। food store থেকে টমের জন্নে খাবার কিনতে হবে আর খাবার কেনার টাকা পাবেন এর ভিতরে ফিক্সড করা কিছু গেম খেলে। কিছু স্ক্রীন শর্ট দেখে নিন। অ্যাপ টি প্লে স্টোরে ফ্রী হলেউ অ্যাপ ইন্সটল করার পর কিছু ডাটা ডাউনলোড করতে হই যেখানে সৃষ্টি হই নানান সমস্যা। আমি নিজে অনেক কষ্টে এর ডাটা ফাইল ডাউনলোড করেছি। আপনাদের যাতে কষ্ট করতে না হই তাই আমি আপনাদের জন্নে নিয়ে এলাম  My Tom এর অফলাইন ভার্সন। ডাউনলোড করুন এখান থেকে

My Talking Tom.apk

My Talking Tom Data

zip pass: Aual

জিপ ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন তারপর ফোল্ডার টি Android/obb folder এ পেস্ট করুন আর data এর মদ্ধে থাকা ফোল্ডারটি Android/data এর ভিতর পেস্ট করুন। তারপর এখান থেকে My Tom  ডাউনলোড করে ইন্সটল করুন এন্ড ইঞ্জই করুন আপনার kitten কে। আমি তাইলে আসি। মজার কিছু পেলে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব। কেমন লাগল জানাবেন আর ভাল লাগলে লাইক দিতে ভুলবেননা। আপনারা লাইক কমেন্ট করলে আমি ওনেক উৎসাহ পাব। তাহলে আজকের মত খোদা হাফেজ।

ফেসবুকে আমি

হবু ইঞ্জিনিয়ার

Level 2

আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

zip ফাইলের পাসওয়ার্ডটা কই ভাই??!! grrrr..rr.rrr.r.r.r.r.r

Level 2

ZIP Password ki?

Level 2

Password kaj korlona to…..

@মোঃ আওয়াল-উর-রহমান শুভ: আমু password, Aual দিয়েছি, decompress হতে থাক্ব কিন্তু শেষের দিকে এসে লিখা উঠে, exception found, আর failed হয়ে যায়।
সমস্যা টা কি ভাবে ঠিক করবো এএ

@মোঃ আওয়াল-উর-রহমান শুভ: আমি password, Aual দিয়েছি, decompress হতে থাকে কিন্তু শেষের দিকে এসে লিখা উঠে, exception found, আর failed হয়ে যায়।
সমস্যা টা কি ভাবে ঠিক করবো ???