কোন এক সময় হয়তো অ্যান্ড্রয়েড(Android) ফোনেই টরেন্ট ফাইল ডাউনলো্ড করার প্রয়োজন হতে পারে । কিন্তু কি ভাবে? আসুন জেনে নেওয়া যাক।
অনেকেই আছেন যারা হয়তো জানেন না যে অ্যান্ড্রয়েড(Android) ফোনেই টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়।
এখন দেখুন কি ভাবে.................................প্রথমে গুগুল প্লে থেকে "ttorrent" নামক ফাইলটি ডাউনলড করে ইন্সটল করে নিন।
অ্যাাপ্স পরিচিতি :-
ডাউনলোড:- ডাউনলোড করুন এখান থেকে
তারপর ttorrent এ্যাপ্লিকেসান টি ওপেন করুন ও নিচের স্ক্রিন সটের ধাপগুলি অনুসরন করে সেটিংস করে নিন........................... এখন থেকে আপনি যখনই ব্রাউসার এ টরেন্ট লিঙ্ক ক্লিক করবেন তা " টি টরেন্ট" এর মাধ্যমেpause/ resume support সহ ডাউনলোড হবে। কোন অসুবিধে হলে কমেন্টে জানান। হেল্প করার চেস্টা করব।বিঃ দ্রঃ- মডেল ভেদে পদ্ধতী অন্য রকম হতে পারে।পদ্ধতীটি আমি অ্যাান্ড্রয়ড জিঞ্জারব্রেড ভারসানে দেখিয়েছি।
সৌজন্যে : Rez's Tech Blog
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks