ডিজিটাল প্রতারণা || মোবাইলে ব্লাড পেশার || সাবধান !




প্রযুক্তি আজ কত উচ্চে পৌঁছে গেছে ভাবুন একবার ! সামান্য একটা এন্ড্রয়েড মোবাইলে একটা apps এর সাহায্যে কয়েক সেকেন্ডে ব্লাড প্রেশার মাপা যাচ্ছে। অথচ এই সামান্য কাজটার জন্য এককালে কতই না ভোগান্তি হয়েছে।  😀

 থামুন !   😕

 

প্রযুক্তির এতটাও উন্নতি হয়নি।



আসুন জানা যাক এই জোচ্চোরি apps গুলোর জীবন বৃত্তান্ত।

এখানে জানবেন -

  • Apps গুলো কেন তৈরি।
  • কীভাবে এগুলো কাজ করে।
  • এগুলো যে সম্পূর্ণ মিথ্যা তার প্রমাণ। 


  • Apps গুলো কেন তৈরি ঃ

প্রথমত, পৃথিবীতে সামান্য কিছু মোবাইলে হার্টবিট পরিমাপ করার জন্য উচ্চ প্রযুক্তিসম্পন্ন সেন্সর আছে ( যেমন, Samsung Galaxy S5 ) ।

আবার, মানুষের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের সাথে হার্টবিটের কিছু যোগসূত্র আছে। তাই এইসব দামী এবং উচ্চ প্রযুক্তিসম্পন্ন মোবাইলে ব্যবহারকারীর বয়স, ওজন, উচ্চতা, হার্টবিট প্রভৃতি হিসাব করে ব্লাড পেশারের একটা অনুমান দাঁড় করানো হয়। এগুলোও সঠিক নয়। অনুমান।

তাহলে আমার মতো জনতা কি করবে ? আমার মোবাইল তো ৫০০০ টাকার ! কোনো সেন্সরের বালাই নাই। সেক্ষেত্রে বের হল কিছু apps. প্রধানত মজা করার জন্য। বন্ধুকে অবাক করে দেওয়ার জন্য, " দেখ, আমার মোবাইলে প্রেশারও মাপা যায় ! "

কিন্তু ঘটনা হল উল্টা। প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ লোকজন ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিল। আর বাঙালীর তো গল্পের সাথে গুজব আছেই। শুরু হয়ে গেল ডিজিটাল কুসংস্কার।  😡

  • কীভাবে এগুলো কাজ করে ঃ

অত্যন্ত সহজ প্রোগ্রামিং দিয়ে এগুলো তৈরি। এতে কমান্ড  দেওয়া আছে, apps টি চালু করার পর আপনাকে নির্দিষ্ট জায়গায় আঙ্গুল লাগাতে বলবে। এরপর সেকেন্ড দুয়েক অপেক্ষা করবে। ( apps ভেদে ভিন্ন হতে পারে ) এরপর ১২০ বাই ৮০ এর কাছাকাছি কোনো প্রেশার শো করবে। যেমন : ১২৬ বাই ৭৯ , ১১৮ বাই ৮৪ এরকম।

স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ বিশ্বাস করে বসবে। এতেই সেই app এর কাজ হাসিল।

  • এগুলো যে সম্পূর্ণ মিথ্যা তার প্রমাণ  ঃ

নিম্নবর্ণিত কাজ গুলো একে একে করুন -

১. আপনার প্রিয় ব্লাড পেশার মাপার app টি মোবাইলে ইন্সটল করে ওপেন করুন।
২. নিজের প্রেশার মেপে দেখুন সুস্থ আছেন কিনা !!
৩. এবার আশপাশ থেকে একটা আলু যোগাড় করুন।
৪. এবার app টি তে যে জায়গায় আঙ্গুল লাগিয়ে নিজের প্রেশার মেপেছেন সেখানে আলুটা চেপে        ধরুন।
৫. কিছুক্ষণ পর দেখবেন আলুর প্রেশার শো করছে।
৬. আলুর প্রেশার ১২০ বাই ৮০ এর কাছাকাছি দেখলে বুঝবেন আলু সুস্থ আছে।
৭. একই ভাবে বাড়ির কলা, শসা, গাজর আর মুলার প্রেশার মেপে ফেলুন।  😆

কয়েকদিন পর হয়তো মোবাইল দিয়েই ডায়াবেটিস টেস্ট, প্রেগনেন্সি টেস্ট, এক্সরে, MRI সব করতে পারবেন।


 

শেষ কথা ঃ প্রযুক্তির উন্নতি হয়েছে এই অসিলায় আজে বাজে খবর শুনে মনে প্রাণে বিশ্বাস করবেন না। নিজ বুদ্ধিতে অন্তত একবার ভেবে দেখুন।

ধন্যবাদ। ভালো থাকবেন।



Level 0

আমি নিয়াজ মোর্শেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৩. এবার আশপাশ থেকে একটা আলু যোগাড় করুন।
৪. এবার app টি তে যে জায়গায় আঙ্গুল লাগিয়ে নিজের প্রেশার মেপেছেন সেখানে আলুটা চেপে ধরুন।
৫. কিছুক্ষণ পর দেখবেন আলুর প্রেশার শো করছে।
৬. আলুর প্রেশার ১২০ বাই ৮০ এর কাছাকাছি দেখলে বুঝবেন আলু সুস্থ আছে।
৭. একই ভাবে বাড়ির কলা, শসা, গাজর আর মুলার প্রেশার মেপে ফেলুন। 😆

=====================================
হা হা হা ,হাসতে হাসতে শেষ হইয়া গেলাম রে ভাই, অনেক ধন্যবাদ

    Level 0

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: 🙂

ঠিকই বলেছেন । ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে গরু পালার দরকার হতো না । তেমনি আরেকটা এপস্ আছে মশা তাড়ানোর । ঐ টাও আরেকটা ফাইজলামী ।

    Level 0

    @Sadeque Ahammed: জী ভাই। ছাগল দিয়ে হালচাষের বুদ্ধিটা ভাল লাগল ! :v
    তবে মশা তাড়ানোর এপ টা সূত্রমতে কাজ করার কথা , কিন্তু প্র্যাক্টিক্যালে দেখা গেছে অইটা লাগালে মশা আরো ছেঁকে ধরে। :v

Level 1

জনসচেতনতার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে 🙂

ধন্যবাদ

ji vai ata ami onek age e test korsi……. thanks

Level 0

হা হা হা , না হেসে আর পারলাম না।তবে এইসব ফালতু টিউনারদের(যারা না বুছে এইসব এপস post করে) ব্যান করা দেয়া উচিত। তা না হলে টেকটিনসের মান যে কোথায় গিয়ে পৌছাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

    @Godhuli: ফালতু কাকে বললেন??লেখক যথেষ্ট ভালো লিখেছেন।

      Level 0

      @মুকুট:
      ” তবে এইসব ফালতু টিউনারদের(যারা না বুছে এইসব এপস post করে) ব্যান করা দেয়া উচিত।”
      ভালভাবে লেখাটি পড়বেন, তারপর replay দিন।

    Level 0

    @Godhuli: জী ভাই । ব্যান হয়েছে কিনা জানিনা, তবে কিছু পোস্ট ডিলেট হতে দেখেছি। ভাল লক্ষন।

Level 2

ভাল লিখেছেন, ধন্যবাদ।।

শেষের লেখা পড়ে তো হাসতে হাসতে পেটে ব্যাথা ধরে গেলো।

খুবই সুন্দর লিখেছেন।

Level 0

সবাইকে ধন্যবাদ 🙂

Good Post.valo laglo.

খুব সুন্দর লিখেছেন।

Level 0

ধন্যবাদ 🙂

Chorom Hoice Va!!

আমার সরল জাভা মোবাইল এ তো লাই থেকে মেটাল সব ডিটেক্টরই আছে । এখন আবার ঘোস্ট ডিটেক্টর চালু হয়েছে ।
এগুলো যে মজা ছাড়া আর কিছু নয় – এটাই অনেকে বুঝতে চায় না ।
তবে আজ পাড়ার সবাইকে কলার প্রেসার মেপে দেখামু …………………………… হা হা হা হা …………………।

    Level 0

    @নীলোৎপল বেদী: আর গভীরে না যাই ভাই ! :p

ধন্যবাদ। এইরকম একটা পোস্ট খুজছিলাম কিছুদিন থেকে…

    Level 0

    @মোঃ রফিকুন্নবী: 🙂

ভাই, আমার অফিসে আজকে একজন প্রেসার মেপে দেখাচ্ছিল । আপনার এই পোস্টটি আগে পড়লে তাদেরকে অবশ্যই নাট-বল্টু এর প্রেসার মাপার কথা বলতাম ।

ধন্যবাদ সচেতন করার জন্য ।

Level 0

ভাই, বিষয়টি সম্পর্কে আমিও আগে থেকে কিছুটা জানতাম। তবে আপনার টিউনটি পড়ে খুব মজা পেলাম।

Level 0

ব্যাপারটা যদিও জানা ছিল কিন্তু আপনার লেখাটি পরে মজা পাইলাম অনেক 😀

Level 0

ধন্যবাদ সচেতন করার জন্য ।

আলুর প্রেসার … … হাহাহাহাহাহাহা… … 😀