-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
স্মার্টফোন কিংবা ট্যাবে বই পড়া যে কি মজার সেটা যারা পড়েন কেবল তারাই ভালো বুঝেন। শীতের দিনে কিংবা রাতে লেপের নিচে শুয়ে শুয়ে বই পড়ার মজাই আলাদা। যারা রাতে বই পড়েন তাদের জন্য স্ক্রিনের আলো অনেকটা ক্ষতিকর। বেশিক্ষণ স্ক্রিনের সাদা আলোতে বই পড়লে চোখ ব্যাথা হয়ে যায়। আপনি কী জানেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? তাছাড়া অনেক সময় কিছু বইকে জোম করে পড়তে হয়। আর জোম করার পর আপনি যখন পেজ স্ক্রল করবেন তখন বারবার স্ক্রিনে পেজটি ফিট করে নিতে হয় যা একটি বিরক্তিকর ব্যাপার। জানেন কী কিভাবে এটার সমাধান করবেন? দীর্ঘক্ষণ একটি পেজ পড়তে গেলে স্ক্রিনের লাইট নিভে যায়! এটা কি বিরক্তিকর ব্যাপার না? যাহোক আপনার বই পড়াকে আনন্দময় করার জন্য এবং একজন পাঠক হিসাবে আপনার সকল সুবিধা নিশ্চিত করার জন্যই আমার আজকের টিউন। আজ আমি তেমন কিছুই করবো না, শুধু আপনাদের দেখাবো কিভাবে শুধু একটি মাত্র সফটওয়ার ব্যবহার করে আপনি সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। কষ্ট করে এখন আর উপায় খুঁজতে হবেনা।
ব্যবহার করার পূর্বে চলুন একটু দেখি কী কী সুবিধা আছে আপনার জন্য।
আপনার জন্য রয়েছে সুদৃশ্য বুক শেলফ। Moon+Reader Pro আপনার ফোনে ইনস্টল দেওয়ার পর আপনার স্টোরেজে Books নামে একটি ফোল্ডার তৈরী হবে। তার মাঝে Moon Reader নামে আরো একটি ফোলডার পাবেন। সেখানে আপনার বই গুলো রাখলে রিডারে সুদৃশ্য বুকশেলফ দেখতে পাবেন। যেখানে আপনার প্রত্যেকটি বই সাজানো থাকবে। তাছাড়া আপনার সম্প্রতি পড়া বই সমূহ কতটুকু শেষ করেছেন তার পারসেন্টেজ দেখতে পাবেন অ্যাপসটি চালু করলেই।
তাছাড়া আপনি চাইলে নাইট মুড বা ডে মুডে খুব সহজ ভাবে শিফট করতে পারবেন। এছাড়া সেটিং মেনুতে আরো অনেক রকমের থিম পাবেন। আপনি যখন বই পড়বেন তখন যাতে ফোনের লাইট নিভে না যায় তার জন্য রয়েছে বিশেষ সুবিধা। ফোনের ব্রাইটনেস এর চাইতে বই পড়ার সময় আপনার স্কিনের ব্রাইটনেস অনেক বেশি কমিয়ে রাখতে পারবেন। সব ধরনের সুবিধা দেখার জন্য আপনাকে অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
অ্যাপসটির নাম দেখেই হয়তো বুঝতে পারছেন এটি একটি পেইড অ্যাপস। পেইড হলেও চিন্তার কিছু নেই। আমিতো আছি তাইনা। নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন আমার দেখা সবচেয়ে সেরা ইবুক রিডার।
বিঃদ্রঃ এই রিডারে প্রায় সব ধরনের ডকুমেন্ট ফরমেট সাপোর্ট করে। এবার খুশিতো?
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
নাইস 🙂