আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইমার্জেন্সিতে সোলার চার্জার দিয়ে চার্জ করে গুরুত্বপুর্ণ কাজ সারা যায় । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আনরুট ফোনেও ফায়ারওয়াল নিয়ন্ত্রণ করে আপনার মূল্যবান ডাটা সেভ করা যায় ।
বাংলাদেশে ইন্টারনেট ডাটা প্যাকেজের দাম সব অপারেটরেই তুলনামুলকভাবে অনেক বেশি, তাই আমরা আমাদের ডাটা কম খরচ করে চাই পুরা মাস জুড়ে নেট ব্যবহার করতে । কিন্তু আপনার সাধের এন্ড্রয়েড ফোনে নেট কানেক্ট দিলে সব অ্যাপ্স ডাটা কানেক্ট নিয়ে আপনার সাধের ডাটার বারোটা বাজায় । তাই আপনার এটা বন্ধ করতে ব্যাকগ্রাউন্ড ডাটা কানেকশন রেস্ট্রিক্টেড করতে হয় । এতে হয় যে আপনার যে অ্যাপ্সটা ওপেন থাকে শুধু সেটাই নেট কানেকশন নেয় । তাতে করে আপনার ডাটা সেভ হয় কিন্তু আপনি একসাথে অনেকগুলি অ্যাপ্সে নেট কানেক্ট করতে পারেন না । তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে ফায়ারওয়াল কন্ট্রোল করতে হয় । এর জন্য অনেক সফটওয়্যার আছে । রুট ফোনের জন্য সব ফায়ারওয়াল সফটওয়্যার ভাল কাজ করে । এজন্য আপনারা ব্যবহার করতে পারেন DroidWall অ্যাপ্সটি । না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ।
যাদের ফোন রুট করা না, তাদের কিন্তু উপরের অ্যাপ্সটি কাজ করবে নাহ । আমার ফোনও রুট করা নাহ, তাই আমারও এটাতে কাজ হয়নি । তাই আমি গুগলে সার্চ করে অনেকগুলি অ্যাপ্স পেয়েছিলাম । সবগুলাই ট্রাই করে দেখেছি, কিন্তু যে অ্যাপ্সটাতে সবচেয়ে ভাল কাজ হয়েছে সেটার নাম হল No Root FireWall. এই অ্যাপ্সটা ডাউনলোড করতে পারেন এখান থেকে ।
আশাকরি এটা সব আনরুট ফোনেই কাজ করবে । অ্যাপ্সটা ইন্সটল দিয়ে শুধু ওপেন করে নেট কানেকশন দিয়ে Start বাটনে চাপ দিন । তারপর দেখবেন কোন কোন অ্যাপ্স নেট কানেকশন চাচ্ছে সেটা দেখাবে । এবার আপনার যেটা যেটা দরকার সেগুলোকে পারমিশন দিন । আপনি সেটিংস মেনু থেকে ইচ্ছা মত চেঞ্জ করতে পারবেন । সহজ বিষয়, তারপরেও না বুঝতে পারলে বলবেন আমি এটা নিয়ে আরেকটা পোস্ট করবো ।
এভাবে আপনি আপনার ফোনের ফায়ারওয়াল নিয়ন্ত্রণ করে আপনার আলাদা আলাদা অ্যাপ্সে নেট কানেক্ট করতে পারবেন । এই অ্যাপ্সের মাধ্যমে আপনার ডাটা সেভ করে নেট চালান পুরো মাসজুড়ে ।
এটা প্রথম প্রকাশিত হয়েছে এখানে ।
আমি মোস্তাফিজুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইসে নিউদের কাজে লাগবে