মাউস হিসেবে ব্যবহার করুন আপনার যেকোন স্মার্টফোন

আশাকরি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব।

আপনার কাছে স্মার্টফোন আছে তাহলে আজকের টিউন আপনার জন্য। কীবোর্ড আর মাউস এ আপনি যা করতে পারতেন, আপনার স্মার্টফোন দ্বারা ঠিক তাই করতে পারবেন। আর বক বক না করে কাজের কথায় আসি।

আপনার স্মার্টফোনের জন্য নিচ হতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
আশাকরি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব।

আপনার কাছে স্মার্টফোন আছে তাহলে আজকের টিউন আপনার জন্য। কীবোর্ড আর মাউস এ আপনি যা করতে পারতেন, আপনার স্মার্টফোন দ্বারা ঠিক তাই করতে পারবেন। এজন্য আপনার ল্যাপটপ বা পিসিতে Wi-Fi থাকতে হবে। আর বক বক না করে কাজের কথায় আসি।

আপনার স্মার্টফোনের জন্য নিচ হতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

iPhone/iPod এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

iPad (HD) এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Android এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Windows Phone এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

এখন আপনার পিসির জন্য নিচ হতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Mac 10.7 or higher এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Mac 10.5 and 10.6 এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Windows 8/7/XP/Vista এর জন্য এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা শেষে ইন্সটল করুন (মনে রাখবেন আপনার পিসিতে অবশ্যই WLan বা Wi-Fi ডিভাইস থাকতে হবে) এবং ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে উপভোগ করুন বেতার মাউস। এর মাধ্যমে আপনি যেই কাজ গুলো করতে পারবেন তা নিচের ভিডিও YouTube ও ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।

Remote Mouse - screenshot

Remote Mouse - screenshot

Remote Mouse - screenshot

Remote Mouse - screenshot

Remote Mouse - screenshot

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুন।

এই টিউন যদি আগে করা হয় তাহলে ক্ষমা করবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 208 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune. Thanks for share with us.

সফটওয়্যার টা দেখে, ভিডিও দেখে মনে হচ্ছে খুব ভাল হবে। কিন্তু I got a problem. আমি পিসি তে এবং এন্ড্রয়েডে ইনস্টল করেছে। পিসি এবং ফোন দুটোতেই ওয়াই ফাই আছে এবং অন করা আছে। তবুও কোন কানেকশান হচ্ছে ‍না। এখন কি করব?

ভাই খুব কাজের জিনিস। দারুন কাজ করতেছে। অসংখ্য ধন্যবাদ আমার বেশ কিছু টাকা বাচিয়ে দিলেন। ওয়ারলেস মাউস কিনতে হলো না।

jhamelar

Level 8

সবাইকে ধন্যবাদ।
@ shofiqsohel48
আপনি youtube এ সার্চ দিয়ে দেখেন কিভাবে সেটআপ করতে হবে। অনেক ভিডিও পাবেন।