“মা ও শিশু স্বাস্থ্য” – একটি সচেতনতামূলক এনড্রয়েড অ্যাপস।

স্বাস্থ্যসেবা আমাদের অন্যতম মৌলিক চাহিদা। প্রতিদিনই আমাদের অসংখ্য স্বাস্থ্যবিষয়ক তথ্যের দরকার হয়। সর্বসাধারণকে "মা ও শিশু স্বাস্থ্য" বিষয়ক তথ্য ও আনুষঙ্গিক সেবা প্রাপ্তিকে সহজতর করতে আমার এই প্রয়াস। এটি একটি জনসচেতনতামূলক অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন। অ্যপ্লিকেশনটি বিজ্ঞাপন মুক্ত। অপ্লিকেশনটিতে রয়েছে-

১। মা এর স্বাস্থ্যসেবাঃ

(ক) প্রজনন স্বাস্থ্য
(খ) মাসিক নিয়মিত করণ
(গ) গর্ভকালীন যত্ন
(ঘ) গর্ভবর্তী মায়েদের খাবার
(ঙ) এবরশন বা গর্ভপাত
(চ) একলাম্শিয়া বা গর্ভকালীন খিঁচুনী
(ছ) প্রসব পরবর্তী সেবা
(জ) প্রসবজনিত ফিস্টুলা
(ঝ) মেনোপজ
(ঞ) স্তন ক্যান্সার

২। শিশুর স্বাস্থ্যসেবাঃ

(ক) নবজাতকের যত্ন
(খ) শিশুর জন্য মায়ের দুধ
(গ) ইপিআ্‌ই টিকার প্রতিরোধযোগ্য ৮টি রোগঃ যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি, হাম এবং টিকা বিষয়ক সচরাচর জিজ্ঞাসা।
(ঘ) শিশুর বাড়তি খাবার
(ঙ) নবজাতকের সংক্রমন
(চ) নবজাতকের র‌্যাশ
(ছ) ডায়রিয়া বা পাতলা পায়খানা
(জ) নিউমোনিয়া
(ঝ) শিশুর টনসিল ও এডিনয়েডের অসুখ
(ঞ) শিশুর অন্ধত্ব
(ট) শিশুর জন্মগত ত্রুটি
(ঠ) কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা

৩। মোবাইলে স্বাস্থ্যসেবাঃ বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস। জরুরী স্বাস্থ্যসেবা পেতে আপনার জেলার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নম্বরে সরাসরি ফোন বা এসএমএস করতে পারেন এবং এমনকি ই-মেইলের মাধ্যমেও সেবা গ্রহণ করতে পারেন।

এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি কোনরকম মোবাইল নম্বর না লিখে আপনার জেলার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ইমারজেন্সি ডাক্তারের সেবা গ্রহণ করতে পারেন। শুধুমাত্র ফোন কল বাটনে ক্লিক করে ফোনের মাধ্যমে , বার্তা বাটনে ক্লিক করে বার্তা প্রেরণ করে এবং ই-মেইল বাটনে ক্লিক করে ই-মেইল প্রেরণের মাধ্যমে।

গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করুন।

যেহেতু এটি একটি বাংলাদেশের জনসচেতনতামূলক অ্যাপ্লিকেশন, তাই নিজে ব্যবহার করুন এবং অন্যকে ব্যবহারে উৎসাহিত করুন।
আপনাদের শেয়ারের মাধ্যমে তথা আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হবে।

Level 0

আমি এ জি এম রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস