আপনার আন্ড্রয়েড মোবাইলের পাওয়ার বাটন বাচাতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করুন।

আজকে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করব যেটা ব্যাবহার করলে আপনাদের ফোনের পাওয়ার বাটনে সমস্যা হবে না। আমার নিজের ফোনের পাওয়ার বাটনে ২-৩ বার চাপ না দিলে কাজ করে না। তাও আবার অনেক জোরে চাপতে হয়। আপনিও যদি এই সমস্যা থেকে বাচতে চান তাহলে ছোট এই অ্যাপটি ব্যাবহার করে আপনার পাওয়ার বাটনের কাজ অনেকটাই কমিয়ে দিতে পারেন।

Screen_Off_and_Lock

অ্যাপতির নাম হচ্ছে "Screen off and lock" উপরের ছবিতে যে ২ টি আইকন দেখতে পারছেন তার প্রথম টিতে ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রীন অফ হবে এবং লক হবে। আর দ্বিতীয় আইকনটি হল এই অ্যাপের সেটিং। স্ক্রীন অফ হওয়ার সাউন্ড অ্যাড করতে পারবেন। অনেক গুলো সুন্দর সুন্দর আনিমেশন আছে যেগুলো অ্যাড করলে স্ক্রীন অফ হওয়াটা আর সুন্দর দেখাবে।

sgs3-tv-off-_-screen-offএই আনিমেশনটি সবচেয়ে জনপ্রিয়। পুরনো টিভি যেভাবে অফ হত ঠিক সেইভাবে আপনার ফোনের স্ক্রীনও অফ হবে।

Screenshot_2014-11-21-18-49-56

আশা করি অ্যাপটি আপনাদের কাছে ভালো লাগবে। এটির সাইজ মাত্র ২৭০কেবি। তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন এখনি।

Download Link

অ্যাপটি নিয়ে কোন সমস্যা থাকলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। পোস্টটি ভালো লাগলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসবেন।

আমার সাইট।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

on korber somoy ki korte hobe ?

    Level 0

    @Nilds0: মোবাইল হোম কী থাকলে ভালো। না থাকলে একবার পাওয়ার বাটন চাপতে হবেই।

    Level 0

    @টিপু খান: wc

vai off korle lav ki jodi on e na kora jai…ar power button off korar cheye on korar kaj tai besi lage..

    Level 0

    @শুভ্র আকাশ: ২ বারের চাইতে একবার চপলে বেচারার উপর অত্যাচারটা কি একটু কমবে না? আর যাদের মোবাইলের হোমে বাটন আছে তাদেরতো একবার চাপতে হবে না!

Sohag@ vai, ভাল একটা অ্যাপস দিয়েছেন কিন্তু Smart Luncher Pro তে ডিফল্ট একটা অপশন আছে যা অ্যাকটিভ করে নিলে স্কিনে ডাবল ক্লিক করলে স্কিন অফ হয়ে যায় 🙂