প্রতিদিনের এন্ড্রয়েড [পর্বঃ১] ইমার্জেন্সিতে আপনার এন্ড্রয়েড ফোনে চার্জ দিন সূর্যের আলো দিয়ে

 
এখন এন্ড্রয়েড ফোনের এতই প্রচলন যে স্মার্টফোন বলতেই বুঝায় এন্ড্রয়েড ফোন । আর এন্ড্যয়েড ফোনের আরেক ভীতির নাম ব্যাটারী লো । ব্যাটারী যত বেশি মাইক্রো-অ্যাম্পিয়ারেরই হোক না ক্যান তাতে গেম আর নেট চালানোর কারণে ব্যাটারী ডেমেজ হতে থাকবেই । অনেকে অবশ্য এজন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকেন । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইমার্জেন্সিতে আপনার এন্ড্রয়েড ফোনে সূর্যের আলো দিয়ে চার্জ দিয়ে গুরুত্বপূর্ণ কথা অথবা গুরুত্বপূর্ণ কাজ সারতে পারবো ।
আগেই বলে রাখি এটা শুধু ইমার্জেন্সিতে ব্যবহার করবেন । সবসময় ব্যবহার করে আপনার এত সাধের ফোনখানার ডিসপ্লেতে সমস্যা বাধানোর কোনো মানেই হয় না ।
আপনাকে বেশি কিছু করতে হবে না । শুধু আপনার ফোনে লাইট সেন্সর থাকতে হবে তা না হলে কিন্তু চার্জ হবে নাহ । আপনার ফোনে লাইট সেন্সর আছে কিনা তা  Android Assistant  সফটওয়্যারের মাধ্যমে দেখে নিতে পারেন। যদি থেকে থাকে তাহলে এই সোলার চার্জার অ্যাপ্সটা ডাউনলোড করে নিন এখান থেকে । তারপর অ্যাপ্সটা ওপেন করে সূর্যের আলোতে ধরলেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমি তো আছিই, শুধু একটু কমেন্ট করে জানান ।
 
এভাবে ইমার্জেন্সিতে সোলার চার্জার দিয়ে চার্জ করে নিন আপনার এন্ড্রয়েড ফোন আর মিটিয়ে নিন আপনার গুরুত্বপূর্ণ কাজ ।
এটা প্রথম প্রকাশিত হয়েছে এখানে
আমাকে পাবেন ফেসবুকে এবং টুইটারে

Level 0

আমি মোস্তাফিজুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কি পারছেন চার্জ দিতে? এসব ভুয়া পোষ্ট কেন দেন?

    @Abdullah Al Mamun: হ্যা ভাই । স্কিনশট টা তো আমার ফোনের । কাজ না করলে মিথ্যা বলে আমার কি লাভ বলেন?

Level New

ভাই আপনি কি পারছেন চার্জ দিতে? এসব ভুয়া পোষ্ট কেন দেন?

Level 0

this is fack software

একটা সফটয়ার হার্ডওয়্যার এর কাজ করবে কিভাবে ??

…….. ……… & pls check & re-check before you “Tune” something…. This is not a place for joking

    @সিহান: ভাই, আমি চেক করেই পোস্ট করেছি এবং আমার ফ্রেন্ডদের ফোনেও চেক করে দেখেছি । আপনার ফোনে লাইট সেন্সর থাকলে অবশ্যই কাজ করবে । আপনার ফোনের নাম এবং মডেল বলেন ।

যদি আসলেই কাজ করে থাকে তাহলে চার্জ ১% থেকে ফুল করতে কতক্ষণ লাগবে ?

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: আমার তো ৫-৬ মিনিট লাগে । পিকচারে দেখেন মিটার দেয়া আছে । যখন সুর্যের তাপ বেশি থাকবে তখন আরো দ্রুত হবে ।

Light sensor bolte ?? Charger somoy je light jole ota ?

    Level 0

    @ধীমান সরকার বাপ্পী: na vai…. charge er somoy jeta jole ota charging LED. gravity sensor, proximity sensor er moto e ekta sensor holo light sensor. eta sob moble thake na…. apnar moble e ki ki sensor ase janar jonno “android sensor box” app ta dwnld korte paren

তাইলে আর চার্জার কিসে দরকার ছিল?

Level 2

100% Kaj korbe na.
Asob Vua software koi pan apnera?