এখন এন্ড্রয়েড ফোনের এতই প্রচলন যে স্মার্টফোন বলতেই বুঝায় এন্ড্রয়েড ফোন । আর এন্ড্যয়েড ফোনের আরেক ভীতির নাম ব্যাটারী লো । ব্যাটারী যত বেশি মাইক্রো-অ্যাম্পিয়ারেরই হোক না ক্যান তাতে গেম আর নেট চালানোর কারণে ব্যাটারী ডেমেজ হতে থাকবেই । অনেকে অবশ্য এজন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকেন । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইমার্জেন্সিতে আপনার এন্ড্রয়েড ফোনে সূর্যের আলো দিয়ে চার্জ দিয়ে গুরুত্বপূর্ণ কথা অথবা গুরুত্বপূর্ণ কাজ সারতে পারবো ।
আগেই বলে রাখি এটা শুধু ইমার্জেন্সিতে ব্যবহার করবেন । সবসময় ব্যবহার করে আপনার এত সাধের ফোনখানার ডিসপ্লেতে সমস্যা বাধানোর কোনো মানেই হয় না ।
আপনাকে বেশি কিছু করতে হবে না । শুধু আপনার ফোনে লাইট সেন্সর থাকতে হবে তা না হলে কিন্তু চার্জ হবে নাহ । আপনার ফোনে লাইট সেন্সর আছে কিনা তা
Android Assistant সফটওয়্যারের মাধ্যমে দেখে নিতে পারেন। যদি থেকে থাকে তাহলে এই সোলার চার্জার অ্যাপ্সটা ডাউনলোড করে নিন
এখান থেকে । তারপর অ্যাপ্সটা ওপেন করে সূর্যের আলোতে ধরলেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমি তো আছিই, শুধু একটু কমেন্ট করে জানান ।
এভাবে ইমার্জেন্সিতে সোলার চার্জার দিয়ে চার্জ করে নিন আপনার এন্ড্রয়েড ফোন আর মিটিয়ে নিন আপনার গুরুত্বপূর্ণ কাজ ।
এটা প্রথম প্রকাশিত হয়েছে
এখানে ।
ভাই আপনি কি পারছেন চার্জ দিতে? এসব ভুয়া পোষ্ট কেন দেন?