আপনার এলাকার ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় নাম্বার দিয়ে প্রথম এন্ডুয়েড অ্যাপস !

শুভেচ্ছা নিবেন সবাই, কেমন আছেন ?

সকলের হয়তো জানেন চোর ডাকাত বাড়িতে হানা দিলে হয়তো তাদের প্রয়োজনীয় জিনিষ গুলো নিয়ে পালিয়ে যায় কিন্তু একবার যদি আগুন বাসাবাড়ী কিংবা অফিসে হানা দেয় তবে পায়ের জুতা পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিয়ে যায়, এই এন্ডুয়েড অ্যাপস ও আগুন নিয়ে একটি অনাকাংখিত ঘটনা আগে সকলের কাছে শেয়ার করতে চাই ।

বাংলাদেশের সকল এলাকার ফায়ার সার্ভিস এর প্রয়োজনীয় নাম্বার অ্যাপসটি বানিয়ে অ্যাপস ডেভলপার আরিফুল ইসলাম অভি প্রথম প্রিভিউয়ের জন্য আমার কাছে পাঠায় , অ্যাপসটি ইন্সটল করার পরদিন আমার পাশের বাসায় ভয়াবহ আগুন লেগে যায়, সেই মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে অ্যাপস থেকে আমার এলাকার  ফায়ার সার্ভিসের কাছে দ্রুত ফোন দেই,  ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনা স্থলে এসে পৌছায় আমাদের রুমের পাশের ৬ টি রুম ও জিনিশপত্র ছাই হয়ে গেলেও আল্লাহর রহমতে আমাদের থাকার রুম ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ,

তাই এই অ্যাপ নিজের সংগ্রহে রাখতে কেউ অবহেলা করবেন না, অন্তত নিজেদের অথবা প্রতিবেশির  সুরক্ষার জন্য ।

ভুমিকা বাদ দিয়ে এবার মুল কথায় আসা যাকঃ

বাংলাদেশে অনেক বড় বড় অ্যাপস কোম্পানি থাকলেও এরকম একটি অতিব প্রয়োজনীয় অ্যাপস তৈরিতে সবাইকে পেছনে ফেলে এই মহৎ কাজের একমাত্র কৃতিত্বের দাবিদার কুমিল্লা জেলার আদর্শ উপজেলার কালির বাজার ইউনিয়নের বুধনাগ গ্রামের আরিফুল ইসলাম অভি। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনার্স ২য় বর্ষের ছাত্র। আশ্চর্যের বিষয় বাংলা বিভাগের একজন ছাত্র হয়েও অ্যাপস পেভেলপমেন্ট শিখে এই মহৎ কাজটি দেশের মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে শিখেছেন অ্যাপস ডেভেলোপমেন্ট, সংগ্রহ করেছেন নাম্বার এবং অবশেষে তৈরি করেছেন এই অ্যাপস।

অ্যাপসটিতে কি কি আছে?

  • সারাদেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনের নাম্বার সহ অধিদপ্তর কর্মকর্তা, ওয়্যার হাউজ ইন্সপেক্টর, ট্রেনিং কমপ্লেক্স কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি নাম্বার সমূহ।
  • আগুন কি?
  • আগুন সম্পর্কে ধারনা, আগুন কেন লাগতে পারে ?
  • আগুন লাগলে করনীয় ।
  • প্রাথমিক চিকিৎসাসহ আরও সতর্ক মূলক লেখা।

আরিফুল ইসলাম অভি বলেনঃ

আমি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ১ম বর্ষ ফাইনাল দিয়েছি বাংলা বিভাগ থেকে। বাড়িতে বসে বসে প্রোগ্রামিং শিখেছি। অনেক কিছু ঘাটাঘাটি করেছি। ইচ্ছে ছিল CSE করার কিন্তু সুযোগ পাইনি।

এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে BD Fire Service Phonebook লিখে সার্চ দিন অথবা https://play.google.com/store/apps/details?id=arif.bd.fireservice এই লিংকে যান ।

ইন্সটল করার পর ভালো লাগলে অবশ্যই গুগল প্লে স্টোরে আপনার রিভিউ ও ৫স্টার দিতে ভুলবেন না ।

এই কীর্তির জন্য কুমিল্লার স্থানীয় পত্রিকাগুলো তে ইতিমধ্য আরিফুল ইসলাম অভিকে শোরগোল পরে গিয়েছে, নেয়া হচ্ছে একের পর এক ইন্টারভিউ নিচে তুলে ধরা হলো প্রিন্ট ভার্সনের কিছু সংবাদ>

কুমিল্লার স্থানীয় জনপ্রিয় পত্রিকা কুমিল্লার কাগজের সংবাদ

কুমিল্লা থেকে প্রকাশিত "দৈনিক শিরোনাম" এর সংবাদ>>

বাংলার চোখ নিউজ পেপার>>>

এছাড়াও Comilla IT সহ অনেকগুলো জাতীয় অনলাইন নিউজে সাইটেও সাড়া ফেলে দিয়েছে এই এন্ডুয়েড অ্যাপসটি

শুধু তাই নয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার থেকে পাঠানো হয়েছে শুভেচ্ছা বার্তা

সর্বশেষ সবাইকে একটাই অনুরধ করবো অবহেলা না করে এপসটি নিজের সংগ্রহে রাখুন ও অন্যর সাথেও শেয়ার করুন কারন বিপদ আপদ তো টেলিফোন করে আসেনা !

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরিফুল ইসলাম শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি এমন একটি App তৈরি করেছেন । আর রুবেল ভাই অই এস,এম,এস এর ছবিটা ক্রপ করে আপলোড দেন না হলে নাম্বারটায় মিসকলের বন্যা বয়ে যাবে… 😀

    @অদৃশ্যলোক: ফায়ার সার্ভিসের অফিসের নাম্বারে কোন সুস্থ মানুষ অকারনে কল কিংবা মিস কল দিবে না, সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ