কয়েকটি চরম অ্যান্ড্রয়েড অ্যাপ….(ভাল লাগবে নিশ্চয়ই) পর্ব–২

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আমার এটি নিয়ে ১ম পর্ব দেখুন এখানে। 

কথা না বাড়িয়ে সরাসরি অ্যাপে চলে যাই.......।। 🙂

১. FlashLight

এই অ্যাপের মাধ্যমে ফ্ল্যাশলাইটের নানা সুবিধা কাজে লাগাতে পারবেন। এই অ্যাপে আছে পুলিশের মত লাইট, নরমাল লাইট এছাড়াও এমন কিছু ফিচার আছে যাতে আপনি অবাক হয়ে যাবেন। ডাউনলোড করুন এখানে।

২. SHAREit

শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমেই যেকোনো ফাইল ট্রান্সফার করতে পারেন মোবাইল। ডাউনলোড করুন এখানে।

৩. Bengali Dictionary Offline

আমার দেখা সবচেয়ে ভাল ডিকশনারী। এতে আছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, উচ্চারন আবার কোন Parts of Speech ইত্যাদি। ডাউনলোড করুন এখানে।

৪. Multi Calculator

এটা বলতে গেলে বেস্ট ক্যালকুলেটর। এতে কোন সুবিধাটি নেই ? লোন ক্যালকুলেটর, কনভার্টার (মাইল-কিমি, কিমি-মাইল এইসব), টিপ ক্যালকুলেটর ইত্যাদি। এর ক্যালকুলেটর অনেক পাওয়ারফুল। আমি এটা দিয়ে তো ২৭০ এর ফ্যাক্টরিয়ালো(২৭০!) বের করতে পেরেছিলাম!!!! ডাউনলোড করুন এখানে। 

৫. Call Recorder

আমার মতে অনেকটা ভাল কল রেকর্ডার। ডাউনলোড করুন এখানে ।

পূর্বে প্রকাশ করেছিলাম আমার ব্লগ  ইমতিয়ার.ব্লগস্পট.কম এ

ফেসবুকে আমাকে ফলো করতে পারেন এখানে

ধন্যবাদ...।

Level 0

আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস