সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম। আসসালামুআলাইকুম।আশাকরি সবাই ভালই আছেন- হাতের নাগালেই এখন স্মার্টফোন। অভিভাবকের কাছে থাকা স্মার্টফোনে অভ্যস্ত হয়ে উঠছে শিশুরাও। স্মার্টফোন ব্যবহারের ছলে যদি বাংলা বর্ণমালা শিখতে পারে তারা? এমনই একটি উদ্যোগ নিয়েছে দেশের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান সূর্যমুখী লিমিটেড। সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ‘হাতখড়ি’ নামের একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেই শিশুরা বর্ণমালা শিখতে পারবে।
অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা আশীফ এন্তাজ জানিয়েছেন, হাতেখড়ি অ্যাপের মাধ্যমে শিশুরা বর্ণমালা শিখতে পারবে, বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করতে পারবে; এমনকি তারা হাতের লেখাও অনুশীলন করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটি পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য হাতেখড়ির অ্যাপ্লিকেশন।
প্রথমে আপনার মোবাইলের Play store যান-
তারপর- উপরে সার্চেএ বাংলায় হাতেখড়ি লিখে সার্চ করুন অথবা- Bangla aps লিখে সার্চ করুন দেখবেন এই এ্যাপসটি আসবে তারপর এর উপর ক্লিক করে ইন্সটল করে ওপেন করুন-
অথবা -সরাসরি ডাউনলোড করুন- https://play.google.com/store/apps/details?id=com.sm.banglaalphabet&hl=en
আমি মোঃ আলমগীর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দরকারি টিউন। টিউনটি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ LekhaporaBD(.)com এ প্রকাশ করলে আরো অনেকেই জানার সুযোগ পাবে …